Homeদেশের গণমাধ্যমেজিডি নিয়ে পুলিশ পরিচয়ে অভিনব প্রতারণা, গ্রেপ্তার ১

জিডি নিয়ে পুলিশ পরিচয়ে অভিনব প্রতারণা, গ্রেপ্তার ১

[ad_1]

জিডির তথ্য নিয়ে পুলিশ পরিচয়ে অভিনব উপায়ে প্রতারণারর মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়া এক পেশাদার প্রতারককে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

গ্রেপ্তারকৃতের নাম- মো. ফারুক হোসেন (৪৬)। গ্রেফতারের সময় তার হেফাজত হতে প্রতারণার কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও তিনটি সিম কার্ড উদ্ধার করা হয়।

বুধবার (১৫ জানুয়ারি ২০২৫ খ্রি.) বিকাল ০৫:০০ ঘটিকায় রাজধানীর মৌচাক এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে সিটিটিসির ই-ফ্রড টিম।

সিটিটিসি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত ফারুক থানায় রুজুকৃত নিখোঁজ জিডির তথ্য বিভিন্ন মাধ্যমে সংগ্রহ করতো। এরপর সে জিডি করা ব্যক্তি সম্পর্কে খোঁজ নিয়ে তার সাথে থানার অফিসার ইনচার্জ অথবা তদন্তকারী কর্মকর্তা সেজে যোগাযোগ করতো। থানায় জিডি করা ভুক্তভোগীরা ফোন পেয়ে সরল বিশ্বাসে তাকে থানার কর্মকর্তা মনে করত। আর এই সুযোগকে কাজে লাগিয়ে ফারুক নিরীহ সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতো।

সূত্রটি জানায়, শুধু তাই নয়, ফারুক কখনো কখনো নিজেকে অপহরণকারী পরিচয় দিয়ে নিখোঁজ ব্যক্তির নামে জিডি করা তার পরিবার ও আত্মীয়-স্বজনের কাছ থেকে মুক্তিপণ আদায় করতো। এভাবে সাধারণ মানুষকে তার প্রতারণার ফাঁদে ফেলে মোটা অংকের অর্থ হাতিয়ে নিতো।

সিটিটিসি সূত্রে আরো জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে প্রতারক ফারুক সম্পর্কে জানতে পারে সিটিটিসি টিম। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রতারক ফারুকের অবস্থান শনাক্ত করে সিটিটিসির ই-ফ্রড টিম। এরপর আজ বুধবার বিকেলে রাজধানীর মৌচাক এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার নিকট থেকে প্রতারণার কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও তিনটি সিম কার্ড জব্দ করা হয়। গ্রেপ্তার ফারুকের বিরুদ্ধে রাজপাড়া থানায় একটি প্রতারণার মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট সূত্রটি।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত