Homeদেশের গণমাধ্যমেহামজার সঙ্গে সাক্ষাৎ বাফুফে সভাপতি তাবিথের 

হামজার সঙ্গে সাক্ষাৎ বাফুফে সভাপতি তাবিথের 

[ad_1]


নাভিদ হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩০, ১৬ জানুয়ারি ২০২৫  
আপডেট: ১৫:৩৬, ১৬ জানুয়ারি ২০২৫

হামজার সঙ্গে সাক্ষাৎ বাফুফে সভাপতি তাবিথের 


বাংলাদেশের লাল-সবুজ জার্সি গায়ে উঠতে যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ মাতানো হামজা দেওয়ান চৌধুরীর। ব্যাপারটা নিশ্চিত হয়ে গিয়েছিল বিজয়ের মাস ডিসেম্বরেই। দেশের ফুটবল পাগল দর্শকদের মনে এখন একটাই প্রশ্ন, কবে বাংলাদেশের হয়ে মাঠে নামবেন লেস্টার সিটির এই মিডফিল্ডার?

জামাল ভূঁইয়াদের পরবর্তী ম্যাচ আগামী মার্চে। সেই ম্যাচে কি হামজাকে দেখা যাবে মাঠে? সেই প্রশ্নের উত্তর এখনও আনুষ্ঠানিকভাবে পাওয়া যায়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছ থেকে। তবে আশার প্রদীপ হয়ে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবি! যেখানে হামজা ও তার পরিবারের সঙ্গে দেখা মিললো সদ্য নির্বাচিত বাফুফে সভাপতি তাবিথ আওয়ালের।

তাবিথ এই মুহূর্তে লন্ডনে অবস্থান করছেন। গতরাতে (১৫ জানিয়ারি ২০২৫) তিনি হামজার খেলা দেখতে ২ ঘন্টা দূরত্বের লেস্টার সিটির কিং পাওয়ার স্টেডিয়ামে গিয়েছিলেন।  সেখানে স্বাগতিকরা ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে মোকাবেলা করেছে ক্রিস্টাল প্যালেসের। ম্যাচটা খেলা হয়নি বাংলাদেশি বংশোদ্ভূত ইংল্যান্ডের প্রবাসী ফুটবলার হামজার। তবে খেলা শেষে তার সাক্ষাৎ ঠিকই পেয়েছেন তাবিথ। সঙ্গে আরও ছিলেন বাফুফের কার্যনির্বাহী সদস্য ইমতিয়াজ হামিদ সবুজও।

এশিয়ান কাপ বাছাইয়ে আগামী ২৫ মার্চ বাংলাদেশ জাতীয় ফুটবল দল ভারতের বিপক্ষে লড়াইয়ে নামবে। সেই ম্যাচ দিয়েই লাল-সবুজের জার্সিতে হামজার অভিষেক হওয়ার কথা। গতকাল বাফুফে সভাপতি সৌজন্য সাক্ষাতে সেই ম্যাচের প্রস্তুতি নিয়ে সামান্য আলোচনা হয়েছে বলে জানা গেছে।

অন্যদিকে হামজার লেস্টার ছেড়ে শেফিল্ড ইউনাইটেডে যাওয়ার একটা জোর গুঞ্জণ আছে ইউরোপের দল বদলের বাজারে।  যদি তেমনটাই হয় তবে ক্লাবের সঙ্গে আলোচনা করে হামজা বাফুফেকে তার সূচি জানাতে পারবেন কয়েক দিনের মধ্যে।

গতরাতে হামজার বাবা-মাও লেস্টারের খেলা দেখতে স্টেডিয়ামে গিয়েছিলেন। খেলা শেষে বাফুফে কর্মকর্তাদের সঙ্গে হামজা ও তার পরিবার নৈশভোজে অংশ নেন। বাংলাদেশের ফুটবল ও বাংলাদেশ নিয়ে হামজার আন্তরিকতায় মুগ্ধ বাফুফে কর্তারা।

ঢাকা/নাভিদ/আমিনুল



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত