Homeজাতীয়সর্বদলীয় বৈঠকে অংশ নিতে রাজনৈতিক নেতারা ফরেন সার্ভিস একাডেমিতে

সর্বদলীয় বৈঠকে অংশ নিতে রাজনৈতিক নেতারা ফরেন সার্ভিস একাডেমিতে

[ad_1]

জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ডাকা সর্বদলীয় বৈঠকে অংশ নিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আসতে শুরু করেছেন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকাল ৪টার পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক শুরু হওয়ার কথা আছে। বৈঠকে অংশ নিতে ইতোমধ্যে কয়েকটি দলের নেতারা অবস্থান করছেন সেখানে।

এবি পার্টির জেনারেল সেক্রেটারি আসাদুজ্জামান ফুয়াদ

বৈঠকে অংশ নিতে বিকাল সাড়ে ৩টা থেকে আসতে শুরু করেছেন নেতারা। এর মধ্যে আছেন– বিএনপি নেতা সালাউদ্দিন, জামায়াতে ইসলামের সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার, গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, এবি পার্টির আসাদুজ্জামান ফুয়াদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের পক্ষ থেকে সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ও যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম উপস্থিত আছেন।

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন নুরুল হক নুর

বৈঠকে প্রবেশের আগে বিএনপি নেতা সালাহউদ্দিন বলেন, ‘বৈঠকের পর কথা বলবো।’

নুরুল হক নুর বলেন, ‘একটি ঘোষণাপত্রের প্রয়োজন ছিল। অন্তর্বর্তী সরকার সেটি তৈরির দায়িত্ব নিয়েছে। আমরা আমাদের কথাগুলো জানাবো।’



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত