Homeরাজনীতিবামপন্থিদের ওপর হামলার প্রতিবাদে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ

বামপন্থিদের ওপর হামলার প্রতিবাদে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ

[ad_1]

শিক্ষা ভবনের সামনে বামপন্থি সংগঠনের নেতাকর্মীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডাস চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন তারা। মিছিলটি ভিসি চত্বর ঘুরে রাজু ভাস্কর্য প্রদক্ষিণ করে মিলন চত্বরের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন একটা প্রশাসনিক বডি আছে। ভিসি এবং প্রক্টর ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছেন বলে তৃপ্তির ঢেকুর তোলে। এরপরও কীভাবে শিক্ষার্থীদের একটি মিছিলে পুলিশ সরাসরি লাঠিচার্জ করে, সাউন্ড গ্রেনেড মারে এবং জলকামান নিক্ষেপ করে শিক্ষার্থীদের আহত করে?’ উপাচার্য ও প্রক্টরের প্রতি তিনি প্রশ্ন রাখেন।

এসময় ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, ‘গতকাল (বুধবার) শিক্ষার্থীদের একটি মিছিলে সন্ত্রাসীরা হামলা করেছে। আজ তারই প্রতিবাদে শিক্ষার্থীরা যখন মিছিল করছিল, তখন তাদের ওপরও হামলা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা এর জবাব চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন পুলিশ দিয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করা হলো। আমরা ঢাবির সাধারণ শিক্ষার্থীদের নিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিবাদে আজ এখানে দাঁড়িয়েছি।’



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত