Homeদেশের গণমাধ্যমেক্রিকেট প্রশাসনে আসা নিয়ে বলার মতো অবস্থায় নেই তামিম

ক্রিকেট প্রশাসনে আসা নিয়ে বলার মতো অবস্থায় নেই তামিম

[ad_1]


ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৮, ১৬ জানুয়ারি ২০২৫  

ক্রিকেট প্রশাসনে আসা নিয়ে বলার মতো অবস্থায় নেই তামিম


আন্তর্জাতিক ক্রিকেটকে চিরতরে বিদায় বলে দেওয়া তামিম ভবিষ্যতে কি করবেন সেটা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। ক্রিকেট প্রশাসন, ধারাভাষ্যসহ আরও কিছু দুয়ার তার খোলা রয়েছে। তামিম হাঁটবেন কোন পথে?

ক্রিকেট প্রশাসনে তামিম আসছেন এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে। যদিও এই মুহূর্তে কোনো কিছু বলার অবস্থায় নেই তা স্পষ্ট করেই জানালেন। নির্দিষ্ট করে ক্রিকেট প্রশাসনের কথা জিজ্ঞেস করা হলে তামিম উত্তর দিয়েছেন, ‘‘এই মুহূর্তে বলার মতো অবস্থায় নেই…।’’

খেলার মাঠে তামিমকে দেখা যাবে সেই ধারনা দিয়ে রাখলেন, ‘‘আমি চেষ্টা করবো যতদিন (ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলা যায়)। এখন তো রিটায়ার্ড সো লেজেন্ড লিগের জন্যও কোয়ালিফাই করবো। ওই সব খেলবো। যদি প্রিমিয়ার লিগটা হয় সময়মত ওটা খেলবো। ইনশাআল্লাহ যদি ফিট থাকি যতদূর পারি খেলতে থাকবো।  আমার ফোকাসটা খেলা নিয়ে এখানে দুটা টুর্নামেন্ট (বিপিএল ও ঢাকা লিগ) আছে এটা নিয়েই।’’

সিলেটের মাঠে প্রচুর রান হয়েছে। চার-ছক্কার বৃষ্টি নেমেছিল। সেখানে সীমানা ছোট থাকায় প্রবল সমালোচনা হয়েছিল। চট্টগ্রামের সীমানা বড় থাকায় খুশি তামিম, ‘‘ভালো লাগার বিষয় বাউন্ডারি বেড়েছে বাউন্ডারির সাইজ আগের চেয়ে, এটাই যেটা আপনি চান। কারণ, আজকে দেখছেন যে অনেকগুলো ক্যাচ হয়েছে বাউন্ডারিতে। এই জিনিসটা থাকা উচিত। আমার কাছে মনে হয় এটাই সঠিক সাইজ। এই সাইজে খেলা উচিত, অন্যথায় ৫২-৫৩ মিটার…।’’

চট্টগ্রাম/ইয়াসিন/আমিনুল



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত