Homeদেশের গণমাধ্যমেপ্রেস অ্যাক্রেডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে কমিটি

প্রেস অ্যাক্রেডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে কমিটি

[ad_1]

প্রেস অ্যাক্রেডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে একটি কমিটি গঠন করা হয়েছে। ১৭ সদস্যের এই কমিটির আহ্বায়ক রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সারওয়ার আলম। 

প্রধান উপদেষ্টার কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী সাংবাদিক সংগঠনগুলোর প্রতিনিধি এবং সরকারি কর্মকর্তাদের নিয়ে এই কমিটি গঠন করে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) প্রজ্ঞাপন জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। 

কমিটিকে ১০ ফেব্রুয়ারির মধ্যে প্রেস অ্যাক্রেডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়ন করে প্রয়োজনীয় সংযোজন, সংশোধন ও পরিমার্জনের বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে সুপারিশ দিতে বলা হয়েছে। 

নীতিমালা পুনর্মূল্যায়নের পর অ্যাক্রেডিটেশন কার্ডের জন্য সাংবাদিকদের কাছ থেকে নতুন করে আবেদন আহ্বান করা হবে বলে জানা গেছে।

কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. কাউসার আহাম্মদ, জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব মো. আতাউর রহমান খান, প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামুল কবীর, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক খালেদা বেগম, প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মেদ, বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি মো. শহিদুল ইসলাম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন, ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি দৌলত আক্তার মালা, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের ট্রাস্টি ইলিয়াস হোসেন, বাংলাদেশি জার্নালিস্ট ইন ইন্টারন্যাশনাল মিডিয়ার প্রতিষ্ঠাতা আহ্বায়ক শিকদার আবীর মাহমুদ (স্যাম) জাহান, ডিক্যাব ও বিএসআরএফ সদস্য হিসেবে মো. মুস্তাফিজুর রহমান, রিপোর্টার্স উইদাউট বর্ডারস এর বাংলাদেশ প্রতিনিধি সালিম সামাদ এবং বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ইন্দ্রজিৎ কুমার ঘোষ।

তথ্য অধিদপ্তরের উপ-প্রধান তথ্য কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান ভুঁঞা কমিটিতে সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন। 

সচিবালয়ে প্রবেশে সাংবাদিকদের সব অ্যাক্রেডিটেশন কার্ডের কার্যকারিতা স্থগিত করেছে অন্তর্বর্তী সরকার। নিয়মিতভাবে যারা সচিবালয়ের খবর সংগ্রহ করেন, তাদের নামের তালিকা সচিবালয়ের গেটে রয়েছে। ওই তালিকা দেখে এখন সীমিত সংখ্যক সাংবাদিককে সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। 

আরএমএম/এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত