Homeদেশের গণমাধ্যমেসন্ত্রাসী-চাঁদাবাজদের প্রতিহত করতে ঐক্যবদ্ধ হতে হবে : মনিরুল হক চৌধুরী

সন্ত্রাসী-চাঁদাবাজদের প্রতিহত করতে ঐক্যবদ্ধ হতে হবে : মনিরুল হক চৌধুরী

[ad_1]

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী বলেছেন, দেশের আনাচে-কানাচে থাকা স্বৈরাচার সরকারের প্রেতাত্মারা অস্ত্রবাজি, দখলবাজি, চাঁদাবাজি করছে। তারা দেশে অস্বস্তিকর পরিবেশ সৃষ্টির পাঁয়তারা করছে। এসব সন্ত্রাসী-চাঁদাবাজদের প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় কুমিল্লা ইপিজেডের উনাইসার গেইট এলাকায় নাগরিক কমিটি আয়োজিত সন্ত্রাস-চাঁদাবাজবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মনিরুল হক বলেন, কুমিল্লায় সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো স্থান নাই। আওয়ামী লীগের গত ১৫ বছরে প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি হয়েছে। দেশের টাকা বিদেশে পাচার হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের পর তারা দেশ ছেড়ে পালিয়ে গিয়ে পাচারের টাকায় এখন বিদেশে বসে আরাম-আয়েশ করছে।

তিনি আরও বলেন, ইপিজেডে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে কর্তৃপক্ষ এক পক্ষকে সুবিধা দেওয়ার জন্য আরেক পক্ষকে উসকে দিয়ে পরিবেশ অশান্ত করার অভিযোগ উঠেছে। এ নিয়ে সম্প্রতি উনাইসার এলাকায় গুলি, ককটেল বিস্ফোরণসহ সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে। এখানকার ব্যবসায়ী ও বাসিন্দারা আতঙ্কের মধ্যে আছেন। এ অবস্থার নিরসন করতে হবে, অন্যথায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জবাবদিহির আওতায় আনা হবে।

নাগরিক কমিটির আহ্বায়ক মো. আবদুল ওয়াদুদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সদর দক্ষিণ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ইসমাইল হোসেন মজুমদার, সাবেক কাউন্সিলর কাজী মাহবুবুর রহমান, নাগরিক কমিটির সদস্য সচিব মো. আবুল বাশার প্রমুখ।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত