[ad_1]
মধ্যরাতে হঠাৎ ফেসবুকে লাইভে আসেন বাংলাদেশের মডেল, অভিনেত্রী ও উপস্থাপিকা জান্নাতুল ফেরদৌস পিয়া। পিয়ার লাইভে আসার কারণ তার বাসায় নিচে প্রায় ২০০-৩০০ জন গার্মেন্টস কর্মী অবস্থান নিয়েছে।
লাইভে মডেল পিয়া দেখান, তিনি যেই বাসায় থাকেন সেই বাসাতেই এক গার্মেন্টস মালিক থাকেন। প্রায় ১০ মাস ধরে বেতন না পাওয়া এসব কর্মীরা অবশেষে মালিকের বাসার নিচে অবস্থান করেন।
ফেসবুক লাইভে পিয়া আরো বলেন, ১০ মাসের বেতন না দিয়ে যারা গার্মেন্টস চালায় তাদের কি করা উচিত? কর্মীরা সবাই মালিকের বাসার সামনে গুলশানে!
এসময় অভিনেত্রী তার বাসা থেকে রাতের কিছু খাবার ঐসব কর্মীদের সরবরাহ করেন। সেই সময় গার্মেন্টস মালিক নাম ও কোম্পানি নাম গোপন রেখে তিনি বলেন, যদি আমার লাইভ দেখে মালিকের লজ্জা হয় তাহলে যেন অতি দ্রুত কর্মীদের প্রাপ্য বেতন দিয়ে দেওয়া ব্যবস্থা করেন।
[ad_2]
Source link