Homeদেশের গণমাধ্যমেহামলাকারী ১ কো‌টি রু‌পি দা‌বি ক‌রে‌ছি‌ল: সাই‌ফের নার্স

হামলাকারী ১ কো‌টি রু‌পি দা‌বি ক‌রে‌ছি‌ল: সাই‌ফের নার্স

[ad_1]


বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৫, ১৬ জানুয়ারি ২০২৫  
আপডেট: ২২:৫৭, ১৬ জানুয়ারি ২০২৫

হামলাকারী ১ কো‌টি রু‌পি দা‌বি ক‌রে‌ছি‌ল: সাই‌ফের নার্স


মুম্বাইয়ের বান্দ্রার নিজ বাড়িতে ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন বলিউড অভিনেতা সাইফ আলী খান। হামলাকারী বা‌ড়ি‌তে গি‌য়ে অ‌স্ত্রের মু‌খে ১ কো‌টি রু‌পি দা‌বি ক‌রে‌ছি‌লেন ব‌লে জা‌নিয়েছেন সাইফ আলী খানের বা‌ড়ির নার্স এলিয়ামা ফিলিপস ওরফে লিমা।

মামলার ন‌থির বরাত দি‌য়ে টাইমস অব ই‌ন্ডিয়া জা‌নিয়েছে, সাইফ আলী খা‌নের ওপরে হামলার ঘটনায় বান্দ্রা থানায় মামলা দা‌য়ের হয়েছে। বুধবার দিবাগত রাত ২টা সময় এ হামলার ঘটনা ঘ‌টে। এ সময় সাইফের প‌রিবা‌রের সদস‌্য ও স্টা‌ফরা ঘু‌মি‌য়ে ছিল।

সাইফ আলী খা‌নের বাসার ৫৬ বছর বয়সী নার্স লিমাকে জিজ্ঞাসা‌দের জন‌্য বান্দ্রা থানায় নেওয়া হয়। পু‌লি‌শের জিজ্ঞাসাবা‌দে লিমা ভয়ংকর তথ‌্য জা‌নি‌য়ে‌ছেন। তার দা‌বি, হামলাকারী ১‌ কো‌টি রু‌পি দা‌বি ক‌রে‌ছিল।

ঘটনার বর্ণনা দি‌য়ে লিমা জানান, সাইফ আলী খা‌নের ৪ ব‌ছরের পুত্র জে আলী খা‌নের ঘ‌রে প্রবেশ ক‌রে হামলাকারী; জে তখন ঘুমা‌চ্ছিল। হামলাকারীর হা‌তে তখন লা‌ঠি ও ধারা‌লো ব্লেড ছিল। হামলাকারী লিমার কা‌ছে ১ কো‌টি রু‌পি দা‌বি ক‌রে। তা দি‌তে অস্বীকার কর‌লে তা‌কে হেনস্তা ক‌রে। ফ‌লে হা‌তে আঘাত পান তিনি। সাইফ আলী খান বাধা দি‌তে গে‌লে গুরুতর আহত হন। তা ছাড়াও আ‌রেক স্টাফ গীতা আহত হয়ে‌ছেন ব‌লে জানান লিমা।

গতকাল দিবাগত মধ্যরাতে সাইফ আলী খানের মুম্বাইয়ের বান্দ্রার বাড়িতে এক দুর্বৃত্ত ঢুকে পড়ে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার সাইফকে আঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় অভিনেতাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অস্ত্রোপচার শেষে আইসিইউতে রাখা রয়েছে তাকে। আগামী দুই-একদিনের মধ্যে ওয়ার্ডে স্থানান্তর করার আশা ব্যক্ত করেছেন চিকিৎসকরা।

ঢাকা/শান্ত



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত