[ad_1]
রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম কামরুজ্জামান লিটনের পরিত্যক্ত বাড়িতে এক কলেজছাত্রকে আটকে রেখে দেড় লাখ টাকা মুক্তিপণ আদায়ের চেষ্টার সময় তিনজনকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় খবর পেয়ে পুলিশ তাঁদের আটক করে থানায় নিয়ে যায়।
ভুক্তভোগী শিক্ষার্থীর নাম ফাহিম হোসেন (১৭)। সে রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র। আটক তিনজন হলেন জাহিদুল ইসলাম (২০), তাহাসান হোসেন (২১) ও শাহাদাত হোসেন (২৭)। শাহাদাতের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায়। অন্য দুজনের গ্রামের বাড়ি নাটোর সদরে। তাঁরা রাজশাহীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী।
ভুক্তভোগী ফাহিমের দাবি, আটক ওই তিন তরুণ তার কাছে নিজেদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়েছিলেন। তবে আটক শাহাদাত মুক্তিপণ আদায়ের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি সমন্বয়ক না, রাজশাহী কলেজের সাধারণ স্টুডেন্ট। আমি কোনো টাকাপয়সা দাবি করিনি। আমি শুধু ওকে (ফাহিমকে) বলেছি, তোমার বন্ধু ছাত্রলীগ, তাকে এনে দাও।’ অন্ধকারে পরিত্যক্ত বাসায় কেন, এমন প্রশ্নে তিনি বলেন, ‘যখন আসি, তখন অন্ধকার ছিল না।’
[ad_2]
Source link