Homeদেশের গণমাধ্যমেব্যাংকিং ডিপ্লোমা করলেই পদোন্নতিতে বাড়তি ১০ নম্বর

ব্যাংকিং ডিপ্লোমা করলেই পদোন্নতিতে বাড়তি ১০ নম্বর

[ad_1]

ব্যাংক পদোন্নতিতে আইবিবি বা ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশের দুই পর্বে ব্যাংকিং প্রফেশনাল এক্সাম (পূর্বতন ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা) উত্তীর্ণ হওয়া আবশ্যক। এই দুই পর্বে উত্তীর্ণ ব্যক্তিদের পদোন্নতির ক্ষেত্রে ১০ শতাংশ নম্বর বরাদ্দ রাখতে ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়, ব্যাংক খাতে অধিকতর শৃঙ্খলা ও সুশাসন নিশ্চিতে মৌলিক ব্যাংকিং জ্ঞান সম্পন্ন দক্ষ মানবসম্পদ তৈরি এবং সিদ্ধান্ত গ্রহণে কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির আবশ্যকতা অনস্বীকার্য। এজন্য সিনিয়র অফিসার অথবা সমমানের পদ থেকে ঊর্ধ্বতন পদে কর্মরত কর্মকর্তাদের পদোন্নতির ক্ষেত্রে বরাদ্দকৃত মোট নম্বরের মধ্যে ব্যাংকিং প্রফেশনাল এক্সাম উত্তীর্ণের জন্য ১০ শতাংশ নম্বর বরাদ্দ রাখতে হবে। অর্থাৎ প্রত্যেক পর্বের জন্য ৫ শতাংশ করে নম্বর বরাদ্দ রাখতে হবে।

আরও পড়ুন

২০২৩ সালের প্রজ্ঞাপন অনুযায়ী, পূর্বে নিয়োগপ্রাপ্ত বা পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা পরবর্তী পদোন্নতির ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে ১০ শতাংশ নম্বর পাবেন। আর ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে অন্য ব্যাংকে উচ্চতর পদে নিয়োগ পেতে হলে ব্যাংকিং প্রফেশনাল এক্সাম উত্তীর্ণ হতে হবে। ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি থেকে সিনিয়র অফিসার বা সমমানের পদে যোগদানকারী কিংবা পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের জন্য পরবর্তী পদোন্নতির ক্ষেত্রে ডিপ্লোমা প্রথম ও দ্বিতীয় পর্বের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক হবে। কর্মকর্তাদের নিয়োগ বা পদোন্নতির শর্তে এখন থেকে এটি উল্লেখ থাকতে হবে। সিনিয়র অফিসার বা সমমানের পদে ১৫ বছর পূর্ণ হলে ব্যাংকিং প্রফেশনাল এক্সাম না দিয়েও ব্যাংকিং অভিজ্ঞতার ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে উক্ত পরীক্ষার পূর্ণ নম্বর পাওয়া যাবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ব্যাংকিং প্রফেশনাল এক্সাম উত্তীর্ণদের জন্য আর্থিক প্রণোদনা দেওয়ার কথা বলা হয়। এক্ষেত্রে প্রথম পর্ব উত্তীর্ণদের জন্য ৩৫ হাজার টাকা এবং দ্বিতীয় পর্ব উত্তীর্ণদের জন্য ৫০ হাজার টাকা বরাদ্দ করা হবে। এ নির্দেশনা ৯৯তম ব্যাংকিং প্রফেশনাল এক্সাম হতে কার্যকর হবে।

ইএআর/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত