[ad_1]
বরিশালের বাকেরগঞ্জে কালবেলা পত্রিকার সাংবাদিকের ওপর হামলায় ঘটনায় ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি শহিদ খানকে গ্রেপ্তার করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ।
আজ শুক্রবার ( ১৭ জানুয়ারি) সকাল দশটায় গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি হলেন শহিদ খান বাকেরগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ডের হাকিম খানের পুত্র ও মামলার ১ নম্বর আসামি।
সুত্রে জানা যায়, গত (৩ জুলাই) ২০২৪ সালে সন্ধ্যায় পেশাগত দায়িত্ব পালনের সময় বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন হাওলাদার ফিলিং স্টেশনের সামনে সন্ত্রাসী হামলার শিকার হন সাংবাদিক উত্তম দাস। সহকর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। ঐদিন রাতেই সাংবাদিক উত্তম কুমার দাস দুই জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৩-৪ জনের বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে তদন্তে সত্যতা পেয়ে অভিযোগ আমলে নিয়ে থানায় এজাহার নেয়। থানায় মামলা এজাহারের পর থেকে আসামি শহীদ খান আত্মগোপনে ছিলেন।
বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, বাস স্ট্যান্ড এলাকায় অবস্থান করছে ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি শহিদ খান সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
[ad_2]
Source link