Homeদেশের গণমাধ্যমেকালবেলার সাংবাদিকের ওপর হামলার ঘটনায় শহিদ গ্রেপ্তার

কালবেলার সাংবাদিকের ওপর হামলার ঘটনায় শহিদ গ্রেপ্তার

[ad_1]

বরিশালের বাকেরগঞ্জে কালবেলার সাংবাদিকের ওপর হামলায় ঘটনায় পলাতক শহিদ খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। বাকেরগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার শহিদ খান বাকেরগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের হাকিম খানের ছেলে ও মামলার ১ নম্বর আসামি।

থানা সূত্রে জানা যায়, গত বছরের ৩ জুলাই সন্ধ্যায় পেশাগত দায়িত্ব পালনের সময় বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন হাওলাদার ফিলিং স্টেশনের সামনে সন্ত্রাসীরা সাংবাদিক উত্তম দাসের ওপর হামলা চালায়। সহকর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। ওই দিন রাতেই সাংবাদিক উত্তম কুমার দাস দুই জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৩-৪ জনের বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের তদন্তে সত্যতা পেয়ে থানায় এজাহার দায়ের করে পুলিশ।

হামলার ঘটনায় মামলার বাদী উত্তম কুমার দাস বরিশালের বাকেরগঞ্জ দৈনিক কালবেলার প্রতিনিধি ও বরিশাল থেকে প্রকাশিত দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার স্টাফ রিপোর্টার।

বাকেরগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম কালবেলাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শহিদ খানকে গ্রেপ্তার করা হয়েছে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত