Homeদেশের গণমাধ্যমেচাঁদাবাজির মামলায় আ.লীগ নেতা রফিকুল গ্রেপ্তার

চাঁদাবাজির মামলায় আ.লীগ নেতা রফিকুল গ্রেপ্তার

[ad_1]

কুড়িগ্রামের রৌমারীতে শিক্ষক-কর্মচারীদের হুমকি, মারধর ও চাঁদাবাজির মামলায় আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ১০টায় আসামিকে কুড়িগ্রাম আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় থানা মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রৌমারী থানার এসআই শাহাদত হোসেন বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার রফিকুল ইসলাম উপজেলার বন্দবের ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

রফিকুলের পরিবার অভিযোগ করে বলেন, পুলিশ মিথ্যা মামলায় তাকে গ্রেপ্তার করেছে। তিনি আওয়ামী লীগের রাজনীতি করে কখনো টেন্ডারবাজি, কোনো ধরনের দুর্নীতি, চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিলেন না। শুধু হয়রানি করতে তাকে গ্রেপ্তার করেছে।

রৌমারী থানার এসআই শাহাদত জানান, ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর রৌমারী উপজেলার চরশৌলমারী ইউনিয়নের খেদাইমারী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ঢুকে শিক্ষক-কর্মচারীদের হুমকি, মারধর ও চাঁদাবাজির অভিযোগ ওঠে। এ ঘটনায় গত বছরের ১০ অক্টোবর রৌমারী থানায় মামলা করেন প্রধান শিক্ষক আব্দুল ওহাব মণ্ডল। এ মামলায় অজ্ঞাত আসামি হিসেবে আ.লীগ নেতা রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত