Homeজাতীয়বিদেশি অস্ত্রসহ ভূয়া দুই ডিবি পুলিশ আটক

বিদেশি অস্ত্রসহ ভূয়া দুই ডিবি পুলিশ আটক

[ad_1]

কুষ্টিয়ায় বিদেশি অস্ত্রসহ ভুয়া দুই ডিবি পুলিশকে আটক করেছে ভেড়ামারা থানা পুলিশ। 

আজ শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের হাওয়াখালী মাঠে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের সময়  তাদেরকে হাতেনাতে আটক করা হয়। 

আটককৃতরা হলেন রজব সরকার (৩৫) ও দুর্জয় আলী (২৩)। তাদের কোমর থেকে একটি বিদেশি পিস্তল ও ধারালো চাকু উদ্ধার করে পুলিশ। আটককৃতদের মধ্যে রজব সরকার দৌলতপুর উপজেলার বাহিরমাদী সরকারপাড়া গ্রামের গোলাম নবীর ছেলে এবং দুর্জয় আলী একই এলাকার ফজলুল হকের ছেলে। 

পুলিশ জানায়, রজব সরকার ও দুর্জয় আলীর বিরুদ্ধে বিভিন্ন সময়ে ডিবি পুলিশ পরিচয়ে গাড়ি তল্লাশী সহ নানা অপকর্মের সাথে এবং অস্ত্র প্রদর্শন করে টাকা ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। এর প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা থানা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশী করে একটি অবৈধ বিদেশী পিস্তল ও ধারালো চাকু উদ্ধার করা হয়।

এ নিয়ে ভেড়ামারা থানার ওসি জানান, আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত