Homeদেশের গণমাধ্যমে‘নির্বাচন ছাড়া দেশ স্থিতিশীলতা আসবে না’

‘নির্বাচন ছাড়া দেশ স্থিতিশীলতা আসবে না’

[ad_1]


লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৪, ১৭ জানুয়ারি ২০২৫  

‘নির্বাচন ছাড়া দেশ স্থিতিশীলতা আসবে না’

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি


বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, “অন্তর্বর্তীকালীন সরকার কিছু সময়ের জন্য। এ সরকার পার্মানেন্ট সরকার নয়। জনগণের সরকার হলে ৫ বছরের জন্য একটা দায়িত্ব পেয়ে যাবেন। এতে দেশ স্থিতিশীলতা থাকবে। স্থিতিশীলতা ব্যবসার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন। দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচন দিয়ে দেশকে স্থিতিশীলতায় নিয়ে আসুন। নির্বাচন ছাড়া দেশ স্থিতিশীলতা আসবে না।” 

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলায় কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়ন কৃষক দল চৌপল্লী কালিদাস উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।

এ্যানি বলেন, “তারেক রহমান বলেছেন, আমরা এককভাবে সরকার গঠন করব না। এক ব্যক্তির শাসনে ফ্যাসিবাদ, কর্তৃত্ববাদ সৃষ্টি হয়েছে। এখান থেকে বের হয়ে যেতে হবে। যে কারণে তারেক রহমান দেশে নতুন করে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলেছেন। এতে সাধারণ সদস্য নিচের কক্ষে এবং উপরের কক্ষ থাকবে শ্রেণিভিত্তিক। যার মাধ্যমে পাওয়ার ব্যালেন্স থাকবে। পাওয়ার ব্যালেন্সের নতুন উদ্ভাবনা দেশে তারেক রহমান নিয়ে এসেছে।” 

ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মো. খালেদ হোসেন সেলিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, বিএনপি নেতা নিজাম উদ্দিন ভূঁইয়া। প্রধান বক্তা ছিলেন- কৃষকদলের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ। বক্তব্য রাখেন- জেলা কৃষকদলের সভাপতি মাহবুব আলম মামুন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল, জেলা শ্রমিক দলের সভাপতি এম এ হাশেম।

ঢাকা/জাহাঙ্গীর/মাসুদ



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত