Homeদেশের গণমাধ্যমেতিনি ‘কবুতর বাবা’ | আন্তর্জাতিক

তিনি ‘কবুতর বাবা’ | আন্তর্জাতিক

[ad_1]

প্রকাশিত: ২২:৪৫, ১৭ জানুয়ারি ২০২৫  
আপডেট: ২২:৫৫, ১৭ জানুয়ারি ২০২৫

তিনি ‘কবুতর বাবা’


‘চাওয়ালা বাবা’, ‘আআইটি বাবা’, ‘মাসকিউলার বাবা’-র পর ভারতের প্রয়াগরাজের পূর্ণকুম্ভে নজর কাড়ছেন আরো এক ‘বাবা’। তাকে নিয়েও চর্চা আর কৌতূহল তুঙ্গে পুণ্যার্থীদের মধ্যে। তিনি হলেন ‘কবুতর বাবা’!

তিনি মহন্ত রাজপুরীজি মহারাজ। তার মাথার উপরে সবসময় একটি সাদা রঙের পায়রা বসে রয়েছে। মাথার জটাতেই ‘বাসা বেঁধেছে’ ওই পায়রা। গত ৯ বছর ধরে এভাবেই রাজপুরীজি মহারাজের মাথায় রয়েছে পায়রাটি। এমনই দাবি খোদ মহন্তের। আর সে কারণেই তিনি ‘কবুতর বাবা’ নামেই পূর্ণকুম্ভে পরিচিত হয়ে উঠেছেন।

‘কবুতর বাবা’ জানিয়েছেন, তার পায়রার নাম হরিপুরী। 

তার কথায়, “আট-ন’বছর ধরে এই পায়রাই আমার সব সময়ের সঙ্গী।”

সবসময় ‘বাবার’ মাথাতেই বসে থাকতে দেখা যায় পায়রাটিকে। দেখে মনে হবে যেন, মাথাতেই বাসা বেঁধেছে ওই পায়রা। ‘বাবা’র মতে, পায়রা প্রেম আর সদ্ভাবের প্রতীক।

কুম্ভ শুরু হতেই বেশ কয়েক জন ‘বাবা’কে ঘিরে কৌতূহল আর উন্মাদনা তুঙ্গে উঠেছে ভারতে। তার মধ্যে রয়েছেন ‘চাওয়ালা বাবা’। তিনি অবশ্য চা বিক্রি করেন না। তবে চা-ই তার পেট ভরানোর একমাত্র রসদ। আর সে কারণেই তিনি ‘চাওয়ালা বাবা’ নামে পরিচিত। তার যে বিষয়টি বেশি নজর কাড়ছে তা হল, মেলা চত্বরে বসেই তিনি সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের বিনামূল্যে অনলাইনে শিক্ষাদান করছেন।

আরো এক জন হলেন ‘আইআইটি বাবা’। কারণ তিনি পড়াশোনা করেছেন দেশের নামী শিক্ষা প্রতিষ্ঠান ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) থেকে। তার পরে বেছে নিয়েছেন আধ্যাত্মিকতার পথ। এছাড়া রাশিয়া থেকে এসেছেন ৭ ফুট উচ্চতার পেশিবহুল ‘মাসকিউলার বাবা’।

 

ঢাকা/শাহেদ



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত