Homeদেশের গণমাধ্যমেরেকর্ডের যে পাতায় ওয়ার্নের সঙ্গে আফতাব–মাশরাফিও আছেন

রেকর্ডের যে পাতায় ওয়ার্নের সঙ্গে আফতাব–মাশরাফিও আছেন

[ad_1]

অবশ্য সেই ইনিংসে ওয়ার্ন ১ রান কম করাতে ভালোই হয়েছে। নয়তো কি আর এই তালিকায় সবার ওপরে থাকতেন! কোন তালিকা? আন্তর্জাতিক ক্রিকেটে কোনো সেঞ্চুরি ছাড়া সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যানদের মধ্যে সবার ওপরে যে ওয়ার্নের নাম।

১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ওয়ার্নের রান ৪১৭২। এর মধ্যে ৪১৭০ রান অস্ট্রেলিয়ার হয়ে। ২০০৫ সালে আইসিসি বিশ্ব একাদশের হয়ে একটি ম্যাচ খেলেছিলেন। সেই ম্যাচে ২ রানে অপরাজিত ছিলেন।

সেঞ্চুরি ছাড়াই ওয়অর্ন ৪১৭২ রান করেছেন টেস্ট ও ওয়ানডে মিলিয়ে। আন্তর্জাতিক টি–টোয়েন্টি আসার দুই বছর পর অবসরে গেলেও অস্ট্রেলিয়ার হয়ে এই সংস্করণে কখনো খেলেননি।

৩৭৮৬ রান নিয়ে এই তালিকায় দুইয়ে আছেন কলিন্স ওবুয়া। কেনিয়ার এই অলরাউন্ডার প্রায় এক যুগের আন্তর্জাতিক ক্যারিয়ারকে বিদায় বলেছেন গত বছর। ওবুয়া সর্বোচ্চ ৯৮ রানের অপরাজিত ইনিংসটি খেলেছিলেন ২০১১ ওয়ানডে বিশ্বকাপে, অস্ট্রেলিয়ার বিপক্ষে।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত