[ad_1]
কক্সবাজার শহরের সমুদ্রসৈকত–সংলগ্ন সমিতিপাড়ায় অস্ত্রের মুখে তিন পর্যটককে জিম্মি করে নগদ অর্থসহ মালামাল ছিনতাইয়ের অভিযোগে ছয় তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে শহরের বিভিন্ন স্থান থেকে তাঁদের গ্রেপ্তারের পাশাপাশি লুটের মালামালও উদ্ধার করা হয়।
গ্রেপ্তার তরুণেরা হলেন চট্টগ্রামের লোহাগড়া উপজেলার ভবানীপুরের বড় হাতিয়া গ্রামের ফাহিম রাজ (২২) ও স্কুলরোড এলাকার শহিদুল ইসলাম (২২), কক্সবাজার শহরের টেকপাড়া কালুরদোকান এলাকার শাখাওয়াত বিন কাইয়ুম ওরফে আকাশ (২৭), বিজিবি ক্যাম্প–সংলগ্ন চৌধুরীপাড়ার আশরাফুল ইসলাম (১৯), সমিতিপাড়ার সৈয়দ নুর (২০) ও মো. জিসান (১৯)।
[ad_2]
Source link