Homeদেশের গণমাধ্যমেঘন কুয়াশায় ঢাকা পড়েছে পঞ্চগড়, হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি

ঘন কুয়াশায় ঢাকা পড়েছে পঞ্চগড়, হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি

[ad_1]

মাঘের শুরুতে উত্তরের জেলা পঞ্চগড়ে আবারও জেঁকে বসেছে শীত। তাপমাত্রার পারদ ১১ থেকে ১২ ডিগ্রির ঘরে ওঠানামা করলেও পাহাড়ি হিম বাতাস ও ঘন কুয়াশায় ঢাকা পড়ে আছে জেলার চারপাশ। দিনের আলোতেও হেডলাইট জ্বালিয়ে সাবধানে চলাচল করছে যানবাহন।

এদিকে, বেলা বাড়লেও নেই সূর্যের দেখা। এতে কনকনে ঠান্ডার তীব্রতা বাড়ায় ব্যস্ততম রাস্তাঘাটে মানুষের উপস্থিতি অনেকটা কম লক্ষ করা গেছে। বরাবরের মতো দুর্ভোগ বেড়েছে নিম্ন আয়ের মানুষের।

আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ু সক্রিয় থাকার পাশাপাশি আকাশে মেঘ থাকায় জেলায় কুয়াশার তীব্রতা বেড়েছে। শনিবার (১৮ জানুয়ারি) সকাল ৯টায় তাপমাত্রা ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি

রাশেদুল ইসলাম নামে এক পথচারী বলেন, ‘সকালে নিয়মিত হাঁটাহাঁটি করি। গেলো কয়েকদিন তেমন ঠান্ডা অনুভূত না হলেও আজ অনেকটা বেশি অনুভূত হচ্ছে। বৃষ্টির মতো কুয়াশা পড়তে দেখা গেছে।’

প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ বলেন

তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন বলেন, ‘শনিবার সকাল ৬টায় ১২ দশমিক ৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হলেও সকাল ৯টায় তা কমে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তবে ঠান্ডা বাতাসের সঙ্গে আকাশে মেঘ থাকায় কুয়াশা বেড়েছে জেলাজুড়ে।’



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত