Homeদেশের গণমাধ্যমেহবিগঞ্জে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৫

হবিগঞ্জে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৫

[ad_1]


হবিগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০০, ১৮ জানুয়ারি ২০২৫  

হবিগঞ্জে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৫


হবিগঞ্জ শহরে এক পাগলা কুকুরের কামড়ে ১৫ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে। গুরুতর আহত কয়েকজন হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। 

শনিবার (১৮ জানুয়ারি) সকালে এসব তথ্য দেন হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের চিকিৎসক ডা. মিঠুন রায়।

হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শহরের কালীবাড়ি সড়ক, উমেদনগর, নাতিরাবাদ এলাকায় একটি কুকুর সামনে যাকে পাচ্ছে তাকেই কামড়াতে শুরু করে। এ সময় কুকুরটি সামনে যাকে পেয়েছে, তাকেই কামড়াতে থাকে। এভাবে শহরের নানা স্থানে প্রায় ১৫ জন মানুষকে কামড়ায় কুকুরটি।

এ ঘটনায় এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কুকুরের কামড়ে আহতরা হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বিষয়টি হবিগঞ্জ সদর থানা পুলিশকে জানানো হয়েছে।

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের চিকিৎসক ডা. মিঠুন রায় বলেন, “এ ঘটনায় আতঙ্কিত হওয়ার কিছু নেই। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আহতদের ভ্যাকসিন নিতে হবে।”

ঢাকা/মামুন/ইমন



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত