Homeবিনোদনবিদায় ডেভিড লিঞ্চ | কালবেলা

বিদায় ডেভিড লিঞ্চ | কালবেলা

[ad_1]

হলিউডের বিখ্যাত নির্মাতা ডেভিড লিঞ্চ। পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমিয়েছেন তিনি। তার বয়স হয়ে ছিল ৭৮ বছর। নির্মাতার মৃত্যুর কথা নিশ্চিত করেছে তার পরিবার। খবর ভ্যারাইটির।

ভ্যারাইটির প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, এক ফেসবুক পোস্টে তার পরিবার ডেভিড লিঞ্চের মৃত্যুর খবরটি নিশ্চিত করে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, এ বিষয়ে কিছু জানানো হয়নি। তার মৃত্যুতে গোপনীয়তা রক্ষার জন্য সবার সহযোগিতাও চাওয়া হয়।

১৯৪৬ সালে জন্ম নেওয়া মার্কিন এ নির্মাতা ইরেজারহেড, ব্লু ভেলভেট, দ্য স্ট্রেইট স্টোরি, লস্ট হাইওয়ে, দ্য এলিফ্যান্ট ম্যান, ওয়াইল্ড অ্যাট হার্টসহ একাধিক জনপ্রিয় সিনেমা নির্মাণ করেছেন। এ ছাড়া ‘ওয়াইল্ড অ্যাট হার্ট’ মুভিটি ১৯৯০ সালের কান চলচ্চিত্র উৎসবে পাম দর জিতেছিল। নির্মাণের পাশাপাশি তিনি অল্প কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। তার মধ্যে ‘টুইন পিকস’ মুভিতে এফবিআই এজেন্ট চরিত্রটি অন্যতম। তার মৃত্যুতে শোক জানিয়েছে দেশের নির্মাতারাও।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত