Homeদেশের গণমাধ্যমেচট্টগ্রামে মাদকসহ পুলিশের এএসআই গ্রেফতার

চট্টগ্রামে মাদকসহ পুলিশের এএসআই গ্রেফতার

[ad_1]

চট্টগ্রামে মাদকদ্রব্য আইসসহ আলমগীর হোসেন নামে পুলিশের এক সদস্যকে তার সহযোগীসহ গ্রেফতার করেছে র‍্যাব। শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে নগরীর চকবাজার থানার মেহেদী বাগ এলাকা থেকে ওই পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়। এ সময় তার সহযোগী মেহেদী হাসানকেও গ্রেফতার করা হয়।

আলমগীর হোসেন চট্টগ্রাম নগর পুলিশের জনসংযোগ শাখায় সহকারী উপপরির্দশক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন।

র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে নগরের মেহেদী বাগ এলাকা থেকে ১৬০ গ্রাম আইসসহ তাকে (আলমগীর হোসেন) গ্রেফতার করা হয়। পরে তাকে চকবাজার থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।’

নগর পুলিশের উপকমিশনার (অপরাধ) রইছ উদ্দিন বলেন, ‘মাদকসহ গ্রেফতার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হবে।’



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত