Homeবিনোদনরোদেলার হাবিব বন্দনা | কালবেলা

রোদেলার হাবিব বন্দনা | কালবেলা

[ad_1]

প্রকাশ পেয়েছে কণ্ঠশিল্পী ন্যান্সির মেয়ে রোদেলার ‘রাজকুমার’ গান। রাজু চৌধুরীর কথায় এহসান রাহীর সুরে গানটির সংগীত পরিচালনা করেছেন সেতু চৌধুরী। রোদেলার নতুন এ গানটি নিয়ে প্রশংসা করেছেন কণ্ঠশিল্পী হাবিব ওয়াহিদ। এবার তার সঙ্গে নিজের গান প্রকাশের ইচ্ছা করলেন তরুণ এ শিল্পী।

এ নিয়ে রোদেলা তার ফেসবুকে লিখেছেন, ‘হাবিব ওয়াহিদ, যিনি আমাকে বাংলা সংগীতের প্রেমে ফেলেছেন এবং যাকে আমি গভীরভাবে শ্রদ্ধা করি। তিনি আমাকে ভবিষ্যৎ প্রচেষ্টার জন্য শুভকামনা জানিয়েছেন। সপ্তাহান্তে তার এ কথাটি সত্যিই আমাকে আনন্দিত করেছে। এখন আমি অবশেষে নিজেকে বলতে পারি যে, আমি এ গানটি বেশ ভালো করেছি। আমি খুব আশাবাদী, একদিন আপনার সঙ্গে একটি ডুয়েট গাওয়ার সুযোগ পাব। আমাকে আপনার আশীর্বাদে রাখবেন।’

এর আগে মারুশার কথায় এবং হাবিব ওয়াহিদের সুর ও সংগীতে বাধাহীন মনের গল্প শিরোনামে গানে কণ্ঠ দেন তিনি। এবার তার সঙ্গে ডুয়েট করার ইচ্ছা প্রকাশ করলেন রোদেলা। নতুন গানটি নিয়ে তার মা ন্যান্সিও বেশ আশাবাদী।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘প্রজাপ্রতি প্রজাপতি’ গানটি দিয়ে সংগীতে যাত্রা শুরু করেন রোদেলা।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত