[ad_1]
কক্সবাজারের টেকনাফে পাহাড়ে একটি বন্যহাতির মৃত্যু হয়েছে। হাতিটির বয়স আনুমানিক ৮-১০ বছর হবে।
শনিবার (১৮ জানুয়ারি) সকালে টেকনাফ হ্নীলা বিটের পাহাড়ি ছড়া থেকে হাতিটি মৃত অবস্থায় পাওয়া যায়। বিষয়টি জানিয়েছেন টেকনাফ সহকারী বন সংরক্ষণ মো. মনিরুল ইসলাম।
তিনি বলেন, শনিবার সকালে টেকনাফের হ্নীলা বিটের পাহাড়ি ছড়া থেকে ৮-১০ বছরের একটা বন্যবাচ্চা হাতি মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পরে সুরতহাল করে পাহাড়ে মাটিচাপা দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হাতিটি পাহাড় থেকে পড়ে গিয়ে মারা যেতে পারে।
তিনি আরও বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
জাহাঙ্গীর আলম/জেডএইচ/জেআইএম
[ad_2]
Source link