Homeদেশের গণমাধ্যমেসোহরাওয়ার্দী কলেজে পিঠা উৎসব অনুষ্ঠিত

সোহরাওয়ার্দী কলেজে পিঠা উৎসব অনুষ্ঠিত

[ad_1]


সোহরাওয়ার্দী কলেজ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৮, ১৮ জানুয়ারি ২০২৫  

সোহরাওয়ার্দী কলেজে পিঠা উৎসব অনুষ্ঠিত


তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) সকাল ১১টায় কলেজের অধ্যক্ষ ড. কাকলী মুখোপাধ্যায় এ মেলার উদ্বোধন করেন।

মেলায় কলেজের ১৭টি বিভাগ ও আটটি বিভিন্ন সামাজিক এবং স্বেচ্ছাসেবী সংগঠন স্টল দেয়। স্টলগুলোতে অন্তত ৪০ ধরনের পিঠা ছিল বলে জানিয়েছেন আয়োজক কমিটি। 

উদ্বোধন শেষে অতিথিরা প্রতিটি স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের হাতে বানানো পিঠার স্বাদ গ্রহণ করেন। এরপর স্টল পরিদর্শনে আসেন বিচারক বৃন্দ। 

মেলায় প্রথম স্থান অধিকার করেছে বাংলা বিভাগ এবং দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে যথাক্রমে সমাজকর্ম ও প্রাণীবিদ্যা বিভাগ।

এদিকে, পিঠা উৎসবকে কেন্দ্র করে কলেজের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। এতে কয়েক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এছাড়া ক্যাম্পাস সংলগ্ন এলাকার মানুষজনও পিঠার স্বাদ নিতে মেলা আসেন।

পিঠার স্বাদ নিতে আশা দর্শনার্থীরা বলেন, ঢাকার মধ্যে এমন আয়োজন সত্যিই অসাধারণ। প্রতিটি স্টলে গ্রাম বাংলার রকমারি সব পিঠা সাজিয়ে বসেছে। আমরা যারা ঢাকাতে থাকি, তাদের পক্ষে আসলে একসঙ্গে এতগুলো পিঠা বানানো কখনোই সম্ভব হবে না। শিক্ষার্থীদের জন্য আমরা একসঙ্গে এতগুলো পিঠার স্বাদ নিতে পারছি। তাদের অসংখ্য ধন্যবাদ। 

এ বিষয়ে অধ্যক্ষ ড. কাকলী মুখোপাধ্যায় বলেন, “পিঠা উৎসব আমাদের শেকড়ের সঙ্গে সম্পর্কিত। আমাদের লক্ষ্য তরুণ প্রজন্মকে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত করা। তারুণ্যের পিঠা উৎসব এ প্রচেষ্টারই একটি উদাহরণ। এ রকম আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি আগ্রহ তৈরি করবে।”

ঢাকা/ইয়াছিন/মেহেদী



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত