Homeদেশের গণমাধ্যমেঅর্থনৈতিক ব্যবস্থাপনায় সরকারের মনোযোগ কম

অর্থনৈতিক ব্যবস্থাপনায় সরকারের মনোযোগ কম

[ad_1]

সম্মেলনের এ অধিবেশনে দেবপ্রিয় ভট্টাচার্যই অর্থনৈতিক ব্যবস্থাপনায় সরকারের মনোযোগ কম থাকা ও অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাট বাড়ানোর কথাটি তুলে ধরেন। তিনি বলেন, অনেকের মতে, অর্থনীতির ক্ষেত্রে এ সরকার আগের সরকারের মতোই কাজ করছে।

অন্তর্বর্তী সরকারের কোনো অর্থনৈতিক ইশতেহার নেই উল্লেখ্য করে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘আওয়ামী লীগ সরকারের প্রণীত বাজেটের অধীনই পরিচালিত হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। সংশোধিত বাজেট পেশ না করায় আগের বাজেটের সঙ্গে সংশ্লিষ্ট সব সূচকই অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। ফলে যারা কর দেয় না, তাদের ব্যাপারে কী পদক্ষেপ নেওয়া হয়েছে জানা গেল না, যা চিন্তিত করেছে। আগামী গরমে জ্বালানি পরিস্থিতি যে আরও জটিল হবে, সে আশঙ্কাও করছি।’ তিনি বলেন, প্রবৃদ্ধির হার ধীর হয়ে পড়ছে, আবার বেসরকারি খাতে বিনিয়োগ হচ্ছে না। এদিকে কর্মসংস্থানের ক্ষেত্রেও সমস্যা রয়ে গেছে। সুষম, অন্তর্ভুক্তিমূলক, টেকসই অর্থনীতি গড়ে তুলতে যে ধরনের সংস্কার দরকার, তার রূপরেখা দেখা গেল না।

ভ্যাট বাড়ানোর সমালোচনা করে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘কোনো দেশে সরকার যদি কার্যকরভাবে রাজস্ব আদায় করতে চায়, তাহলে ধীরে ধীরে প্রত্যক্ষ করের দিকে নজর দিতে হবে, কিন্তু সে পরিকল্পনা দেখছি না। পরোক্ষ করের দিকে ঝোঁকার বিষয়টি আমাদের উদ্বিগ্ন করে তুলেছে।’

সামস্টিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখা, কর্মসংস্থানের সুযোগ তৈরি, দারিদ্র্য বিমোচন ও সামাজিক সুরক্ষার প্রতি নজর বাড়াতে আহ্বান জানান দেবপ্রিয়। তিনি বলেন, এগুলো নিশ্চিত করতে না পারলে যাঁরা সংস্কারকে গতিশীল করতে চান, তাঁরা ধৈর্যহারা হয়ে যাবেন।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত