Homeদেশের গণমাধ্যমেযুবদল নেতার উপর স্বেচ্ছাসেবক দলের নেতার হামলা

যুবদল নেতার উপর স্বেচ্ছাসেবক দলের নেতার হামলা

[ad_1]

লক্ষ্মীপুরের ভাঙ্গাখা এলাকায় যুবদল নেতা জাকির হোসেনের (৩৫) ওপর হামলার ঘটনা ঘটেছে। সদর উপজেলা (পূর্ব) স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন ও তার লোকজন এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন আহত যুবদল নেতা। তবে এলাকাবাসীর দাবি, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হামলা চালানো হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার মিরিকপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত জাকির হোসেন ভাঙ্গাখা ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি ও একই গ্রামের আলী আহম্মদ সওদাগরের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে নিয়ে যুবদলের জাকির হোসেন ও স্বেচ্ছাসেবক দলের আনোয়ার হোসেন, কবির হোসেন, কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মিঠুর বিরোধ দীর্ঘদিনের। শনিবার রাতে স্থানীয় মিরিকপুর বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়িতে রওয়ানা হন জাকির। এসময় পথিমধ্যে স্বেচ্ছাসেবক দলের নেতা আনোয়ার হোসেনসহ বেশ কয়েকজন গতিরোধ করে হামলা চালায়। হামলাকারীরা তার (জাকির) শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। পরে তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।

খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাড. মহসিন কবীর স্বপন। তিনি বলেন, হামলার ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন বলেন, জড়িত স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

তবে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রশিদুল হাসান লিংকন বলেন,এ ঘটনা আমার জানা নেই। ঘটনাটির বিষয়ে খবর নিচ্ছি।

লক্ষ্মীপুর সদর থানার ওসি আব্দুল মোন্নাফ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত