Homeদেশের গণমাধ্যমেকিংস অ্যারেনাতে ম্যাচ শেষে ফর্টিসের বাসে হামলা!

কিংস অ্যারেনাতে ম্যাচ শেষে ফর্টিসের বাসে হামলা!

[ad_1]

প্রিমিয়ার লিগে বসুন্ধরা কিংস ও ফর্টিস এফসির ম্যাচটিতে কম উত্তেজনা হয়নি। তার রেশ ছিল ম্যাচের পরও। কিংস অ্যারেনা থেকে ফেরার সময় ফর্টিসের গাড়িতে হয়েছে হামলা! ভাঙা হয়েছে কাঁচ।

এই মৌসুমে ফর্টিসকে হারাতে পারেনি কিংস। ফেডারেশন কাপে হেরেছে। আজ এগিয়ে থেকেও ড্র করেছে। খেলার শেষ দিকে এসে ফর্টিসের গোলপোস্টকে লক্ষ্য করে বোতল কিংবা ইট সদৃশ্য বস্তু নিক্ষেপ করা হয়েছে। ফ্লেয়ার তো ছিলই। যার কারণে খেলা বন্ধ ছিল। ম্যাচ শেষে তো টিম বাসেও আক্রমণ হয়েছে। ফর্টিস ক্লাব ম্যানেজমেন্ট বিষয়টি নিশ্চিত করেছে। 

দলটির এক সদস্য নাম প্রকাশে অনিচ্ছা প্রকাশ করে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘বিষয়টি পুরোপুরি অনাকাঙ্ক্ষিত। দর্শকরা হলো ফুটবলের প্রাণ। তাদের কেউ কেউ যদি এমন উচ্ছৃঙ্খল আচরণ করে তা মেনে নেওয়া কঠিন। আমাদের কোচ ও খেলোয়াড়রা আর একটু হলেই আহত হতে পারতো। আমার মনে সবার সচেতন হওয়া উচিত।’ ক্লাব সভাপতি শাহীন হোসেনের গায়েও হাত তোলা হয়েছে বলে জানা গেছে।

এদিকে ফেসবুকে লিগ কমিটির সদস্য সেলিম সাদ ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘ঘরোয়া ফুটবলে সমর্থক প্রয়োজন। কিন্তু… টোকাই কিংবা নেশাগ্রস্ত লোকজন দিয়ে ফ্যানবেইজ করা দৃশ্যমান ঝুকিপূর্ণ! আমার ধারণা ভালো নিবেদিতপ্রাণ সমর্থকদের মাঝে চক্রান্ত, পরিকল্পনা করে এসব সন্ত্রাসীকে ঢুকিয়ে দেওয়া হয়েছে! কিংস কর্তৃপক্ষের কাছে আহ্বান দ্রুত তদন্ত করে বহিষ্কারসহ কঠোর এবং কঠিন শাস্তি দেওয়া হোক।’



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত