Homeদেশের গণমাধ্যমেমেসিকে রক্ষা করতে যেভাবে নিজেকে তৈরি রাখেন তাঁর বডিগার্ড

মেসিকে রক্ষা করতে যেভাবে নিজেকে তৈরি রাখেন তাঁর বডিগার্ড

[ad_1]

গত বছরের আগস্টে চুয়েকো একটি ভিডিও পোস্ট করেন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। সেখানে দেখা যায়, ট্রেনার লুয়ান আগুয়েরে এলিয়াসের সঙ্গে অনুশীলনে লড়াই করছেন আর সেই লড়াইয়ে একটি লাথি মারতে গিয়ে দেয়ালটাই ভেঙে ফেলেন। বোঝাই যায়, এসব শরীরী সক্ষমতা অর্জনের জন্য চুয়েকোকে খুব কঠোর অনুশীলন করতে হয়, যার দু–একটি উদাহরণ শুরুতেই দেওয়া হয়েছে। এর বাইরে চুয়েকোর ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি কিছু জানা যায়নি। ‘দ্য অ্যাথলেটিক’–এর ভাষায়, মেসির এই বডিগার্ড আসলে ‘রহস্য–মানব’—স্টেডিয়ামের দর্শকেরাও তাঁকে ‘এনিগমা’ বলে ডাকেন। তবে কেউ যদি চুয়েকোর সঙ্গে দেখা করতে চান, তবে তার একটি সহজ পথও বাতলে দিয়েছে সংবাদমাধ্যমটি—

মেসিদের ম্যাচে একদৌড়ে মাঠে ঢুকে পড়ুন। চুয়েকোর সঙ্গে আপনার সাক্ষাৎ হবেই।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত