Homeদেশের গণমাধ্যমেশিক্ষা প্রতিষ্ঠানে সরকারবিরোধী অপপ্রচার চালালে ব্যবস্থা

শিক্ষা প্রতিষ্ঠানে সরকারবিরোধী অপপ্রচার চালালে ব্যবস্থা

[ad_1]

সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে কোনও ধরনের অপপ্রচার ও গুজবে উদ্বুদ্ধ হয়ে শিক্ষার্থীরা যেন উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত না হয়, সেই ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছে অন্তর্বর্তী সরকার। যদি এসব কর্মকাণ্ডে কোনও শিক্ষা প্রতিষ্ঠান বা কোনও শিক্ষার্থী জড়িত থাকে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারকে অবহিত করারও নির্দেশনা দেওয়া হয়। দেশের সব জেলা শিক্ষা অফিসারদের নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।

গত ১৫ জানুয়ারি এই নির্দেশনা পত্র জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। গত ২ জানুয়ারি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং থেকে এই নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন দফতর ও সংস্থার মাসিক সমন্বয় সভায় বর্তমান সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার, প্রোপাগান্ডা ও গুজবে উদ্বুদ্ধ হয়ে শিক্ষার্থীরা যাতে কোনও উসকানিমূলক কর্মকাণ্ডে জডিত না হয়, সে বিষয়ে মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও তৎপর থাকার সিদ্ধান্ত হয়।

এমতাবস্থায়,জেলা ও উপজেলার সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমান সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে অপ্রপ্রচার, প্রোপাগান্ডা ও গুজব ইত্যাদি বিষয়ের সঙ্গে কোনও শিক্ষা প্রতিষ্ঠান বা কোনও শিক্ষার্থী সংশ্লিষ্ট থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন  কর্তৃপক্ষকে জানানোর জন্য অনুরোধ করা হলো।

 



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত