[ad_1]
এর আগে সংবাদ সম্মেলনে সাজিদ বলেছিলেন, ‘সবাই আমার উদ্যাপন অনুকরণ করে, সেটা দর্শকদের মাঝে খুদেরা থেকে ড্রেসিংরুমে কামরান গুলামও। আমার ইচ্ছা হলো পরের ইনিংসে ৫ উইকেট পেলে বাবর ও রিজওয়ানকে দিয়েও একইভাবে উদ্যাপন করানো।’
মুলতানে পাকিস্তানের তৃতীয় দ্রুততম বোলার হিসেবে টেস্টে ৫০ উইকেটের দেখা পান ৩১ বছর বয়সী সাজিদ। ১১ টেস্টে ৫৩ উইকেট হলো তাঁর। ৯ টেস্টে ৫০তম উইকেট নিয়ে এই তালিকার শীর্ষে লেগ স্পিনার ইয়াসির শাহ। ওয়াকার ইউনিস, শাব্বির আহমেদ, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আব্বাস ১০ টেস্টে ৫০তম উইকেট পেয়েছেন।
[ad_2]
Source link