Homeদেশের গণমাধ্যমেজিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে রাজধানীতে ছাত্রদলের কম্বল বিতরণ

জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে রাজধানীতে ছাত্রদলের কম্বল বিতরণ

[ad_1]

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গরিব ও দুস্থদের মাঝে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মো. আদনানের নেতৃত্বে কম্বল বিতরণ করা হয়। রোববার (১৯ জানুয়ারি) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, রমনা মন্দির, তিন নেতার মাজার, ঢাকা গেট, দোয়েল চত্বর, কার্জন হল, শহীদ মিনার এলাকায় কম্বল বিতরণ করা হয়।

সালেহ মো. আদনান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নেতৃত্বে দেশ ও জাতির ক্রান্তিলগ্নে মানবতার সেবায় নিরলসভাবে কাজ যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। তারই ধারাবাহিকতায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তমের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ আমরা শীতবস্ত্র বিতরণ করেছি এবং এই কর্মসূচি অব্যাহত থাকবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক নাকিব চৌধুরী, সহ সাধারণ সম্পাদক ওলি উদ্দিন ওলি, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আরিফ সিকদার, মো. শামীম আকন, মেহেদী হাসান সোহাগ, সাবেক সহ সাধারণ সম্পাদক মো. সুমন হোসেন, সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক মেহেদী হাসান রাজা, সাবেক সহধর্ম বিষয়ক সম্পাদক মৃণাল চন্দ্র সুজন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, সহসাংগঠনিক সম্পাদক মো. আল-আমিনসহ বিভিন্ন ইউনিটের নেতারা।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত