Homeদেশের গণমাধ্যমেসাভারে বেতার কেন্দ্রের টেন্ডারবক্স ভাঙচুরের অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে

সাভারে বেতার কেন্দ্রের টেন্ডারবক্স ভাঙচুরের অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে

[ad_1]

বাংলাদেশ বেতারের উচ্চশক্তি প্রেরণ কেন্দ্র-১ এর অফিসে টেন্ডারবক্স ভাঙচুরসহ দরপত্র লুটের অভিযোগ উঠেছে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় প্রতিষ্ঠানটির আবাসিক প্রকৌশলীর কক্ষে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভাঙচুর করা হয়েছে।

রোববার (১৯ জানুয়ারি) সাভারের রেডিও কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।

বাংলাদেশ বেতারের উচ্চশক্তি প্রেরণ কেন্দ্র-১ এর কর্মকর্তা ও সাভার মডেল থানা পুলিশ জানায়, সাভারে অবস্থিত বাংলাদেশ বেতারের উচ্চশক্তি প্রেরণ কেন্দ্র-১ এ সংরক্ষিত যন্ত্রপাতির অকেজো বা অব্যবহৃত পুরাতন মালামাল নিলামে বিক্রির জন্য প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কোটেশন জমা দেওয়ার আজ ছিল শেষ দিন। সকাল থেকে দরপত্র ক্রয়কারীরা টেন্ডারবক্সে তাদের দরপত্র জমা দেওয়া শুরু করেন। সকাল ১০টার দিকে ৩০-৪০ জন প্রতিষ্ঠানটির আবাসিক প্রকৌশলী মো. মঈনউল হকের কক্ষে প্রবেশ করে কক্ষে টাঙানো শেখ মুজিবুর রহমানের ছবি ভেঙে ফেলেন। পরে তারা টেন্ডারবক্স ভেঙে দরপত্র লুট করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রত্যক্ষদর্শী জানান, দরপত্র ছিনিয়ে ও টেন্ডারবক্স ভাঙচুরের সময় সাভার থানা বিএনপির একাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানটির আবাসিক প্রকৌশলী মো. মঈনউল হক বলেন, সকাল ১০টার দিকে ৩০-৪০ জন ব্যক্তি কক্ষে এসে শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়ে ফেলেন। এরপর টেন্ডারবক্স নিয়ে সেটি ভেঙে ফেলে শিডিউল নিয়ে যান। আমার জানা মতে বক্সে ৫-৬টি শিডিউল ছিল।

সাভার মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মিরাজুল ইসলাম বলেন, বেতার কর্তৃপক্ষের নির্দেশনা অনুসারে যাদের কাছে স্লিপ (মানি রিসিপট) আছে তাদের শিডিউল জমা দেওয়ার জন্য ভেতরে যেতে দিয়েছি। সকাল সাড়ে ৯টার একটু পর মঈনুল হক কল করে তার অফিসে যেতে বললে অফিসে গিয়ে দেখি টেন্ডারবক্স ও কিছু কাঁচ ভাঙা পড়ে আছে।

সাভার মডেল থানার ওসি মো. জুয়েল মিয়া বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত