Homeদেশের গণমাধ্যমেতলানির দুই দলের লড়াইয়ে আগে ব্যাটিংয়ে ঢাকা

তলানির দুই দলের লড়াইয়ে আগে ব্যাটিংয়ে ঢাকা

[ad_1]


ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে: || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩২, ২০ জানুয়ারি ২০২৫  

তলানির দুই দলের লড়াইয়ে আগে ব্যাটিংয়ে ঢাকা


বিপিএলে টেবিলের দুই তলানির দল সিলেট স্ট্রাইকার্স ও ঢাকা ক্যাপিটালস। তাদের মুখোমুখি লড়াই নিয়ে তেমন উন্মাদনা থাকার কথা না। কিন্তু না থেকেও কিছু একটা আছে। সেটা কেমন?

নিজেদের মধ্যকার প্রতিদ্বন্দ্বীতা। ঢাকা ও সিলেটের মুখোমুখিতে সিলেট জিতেছিল অনায়েসে। এবার ঢাকা প্রতিশোধ নিতে পারে কিনা সেটাই দেখার। দুপুর দেড়টায় দুই দল মাঠে নেমেছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

টস জিতে ঢাকা ক্যাপিটালস ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। কাগজে কলমে দুই দুলের সেরা চারের লড়াই এখনও টিকে আছে। এজন্য দুই দলকে তাদের বাকি সব ম্যাচ জিততে হবে। ঢাকা আট ম্যাচে জিতেছে একটিতে। হেরেছে সাত ম্যাচ। সিলেট সাত ম্যাচে দুটিতে জয়। পাঁচটিতে হেরেছে। আজ যে জিতবে তাদের ভবিষ্যৎ অনেকটাই লিখা হয়ে যাবে।

সিলেট স্ট্রাইকার্স: আরিফুল হক, জর্জ মুনসে, আল-আমিন হোসেন, রনি তালুকদার, জাকির হাসান, জাকের আলী অনিক, সুমন খান, রুয়েল মিয়া, সামিউল্লাহ শেনওয়ার, অ্যারোন জোন্স ও টিপু সুলতান।

ঢাকা ক্যাপিটালস: লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, মুকিদুল ইসলাম মুগ্ধ, জেপি কোর্টজে, মোস্তাফিজুর রহমান, থিসারা পেরেরা, আবু জায়েদ রাহী, সাব্বির রহমান, নাজমুল ইসলাম অপু, মোসাদ্দেক হোসেন সৈকত ও ফারমানউল্লাহ শাফি। 

 

চট্টগ্রাম/ইয়াসিন/নাভিদ



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত