Homeদেশের গণমাধ্যমেরাজশাহী নগরে চুরি হচ্ছে সড়ক বিভাজকের লোহা 

রাজশাহী নগরে চুরি হচ্ছে সড়ক বিভাজকের লোহা 

[ad_1]

নগরের চৌদ্দপায় বিহাস এলাকা থেকে আলিম মীম ভাটা পর্যন্ত প্রায় সাত কিলোমিটার সড়কের পুরোটার সড়ক বিভাজকে লোহার ফ্রেম দেওয়া আছে। এর মাঝখানে রোপণ করা হয়েছে শোভাবর্ধনকারী গাছপালা। সড়কটির বিহাস, মোহনপুর এলাকায় বিভাজকে ও দুই পাশে প্রায় এক কিলোমিটার এলাকার লোহার ফ্রেম রাতে চুরি হয়ে যাচ্ছে। 

এলাকাবাসী জানিয়েছেন, গত ৫ আগস্টের পর থেকে চুরি, ছিনতাই বেড়ে গেছে। চোর, ছিনতাইকারীরা শেষ পর্যন্ত রাস্তার রড চুরি করে নিয়ে যাচ্ছে। তাদের বয়স ১৫ থেকে ১৬ বছরের মধ্যে। একেক দিন একেক দল আসে চুরি করতে। শুধু তা–ই নয়, একটি টয়লেটের কয়েকটি লোহার কলাপসিবল গেটও চুরি করে নিয়ে গেছে তারা।

স্থানীয় লোকজন আরও বলেন, এই রাস্তায় রাতে যদি টহল দেওয়া যায়, তাহলে সরকারি সম্পদগুলো রক্ষা পেত। কিন্তু সরকারি দপ্তরগুলোর এ নিয়ে মাথাব্যথা নেই। যারা চুরি করতে আসে, অধিকাংশই মাদকাসক্ত। কখন কার শরীরে আঘাত করে, সেই আতঙ্কও পেয়ে বসেছে এলাকাবাসীকে। 

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত