[ad_1]
কক্সবাজারের টেকনাফে একটি নৌকা থেকে বস্তায় মোড়ানো অবস্থায় একটি জিথ্রি রাইফেল ও একটি কিরিচ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় নৌকাটিও জব্দ করা হয়েছে। গতকাল সোমবার রাতে উপজেলার সদর ইউনিয়নের মিঠাপানিরছড়া নামক এলাকা থেকে এসব উদ্ধার হয়। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি জানায়, রাতে মিঠাপানিরছড়া এলাকায় টহল দিচ্ছিল বিজিবির একটি দল। এলাকাটি টেকনাফ-২ ব্যাটালিয়নের সাবরাং খুরেরমুখ তল্লাশিচৌকি থেকে আনুমানিক আট কিলোমিটার উত্তর দিকে। টহলের সময় সেখানে একটি নৌকায় কয়েকজন ব্যক্তির সন্দেহজনক গতিবিধি লক্ষ করেন বিজিবির সদস্যরা। এ সময় টহল দলের সদস্যরা এগিয়ে গেলে ওই ব্যক্তিরা নৌকা থেকে পালিয়ে যান। এরপর এলাকাটি ঘিরে রেখে তল্লাশি চালান বিজিবির সদস্যরা। একপর্যায়ে নৌকার ভেতরে লুকিয়ে রাখা একটি বস্তায় রাইফেল ও কিরিচটি পাওয়া যায়।
[ad_2]
Source link