Homeদেশের গণমাধ্যমেনিজের সেরাটা দিয়ে জাতীয় দলে ফিরতে চান সোহান

নিজের সেরাটা দিয়ে জাতীয় দলে ফিরতে চান সোহান

[ad_1]

বর্তমান সময়ে দেশের ক্রিকেটে অন্যতম জনপ্রিয় নাম নুরুল হাসান সোহান। দেশের এই উইকেটকিপার ব্যাটারের দুর্দান্ত অধিনায়কত্বে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত সময় পার করছে রংপুর রাইডার্স। বিপিএলের একাদশ আসরে সবার আগে প্লে-অফ নিশ্চিত করা রংপুর সোহানের অধিনায়কত্বে টানা ১১ ম্যাচ ধরে জিতে চলছে। তবে এখনও তিনি জাতীয় দলের বাইরে। কালবেলাকে দেওয়া সাক্ষাতকারে রংপুরের এই অধিনায়ক কথা বলেছেন নানা বিষয় নিয়ে যার মধ্যে ছিল তার জাতীয় দলে ফেরার ইচ্ছের কথাও।

মঙ্গলবার (২১ জানুয়ারি) রংপুর দলের প্র্যাকটিসের পর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের আউটার গ্রাউন্ডে দেওয়া সাক্ষাতকারে টানা ১১ ম্যাচ জয় এবং তার ম্যাচজয়ী পারফরম্যান্স ও ক্যাপ্টেনসির চ্যালেঞ্জ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ আলহামদুলিল্লাহ, আমার কাছে মনে হয় টিম ভালো করতেছে, প্লেয়াররা সবাই ভালো খেলতেছে। প্লেয়াররা ভালো খেললেই কাজটা অনেক সহজ হয়ে যায় অবশ্যই। তবে টুর্নামেন্টে ( বিপিএলে) এখনো অনেক দূর যাওয়া বাকি। আশা করি অনেক দূর যেতে পারবো। অধিনায়কত্ব করা চ্যালেঞ্জের ব্যাপার তবে এই চ্যালেঞ্জটা আমি উপভোগ করি।’

আন্তর্জাতিক টি-টোয়েন্টির বাইরে তার জয়ের শতকরা অনান্য অনেকের চেয়ে উপরের দিকে যা একটি রেকর্ড। এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয় বিষয়টি হলো টিমের জন্য কন্ট্রিবিউট করা। সেটা যে পজিশনেই থাকি না কেন যে সিচুয়েশনেও থাকি না কেন। কন্ট্রিবিউট করতে পারলেই আমি খুশি।’

অনেক দিন ধরেই বাংলাদেশ জাতীয় দলের বাইরে তিনি। জাতীয় দলে ফেরার স্বপ্ন নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন জাতীয় দলে খেলা একটি গর্বের বিষয়। তার কাছে মনে হয় প্রতিটি ক্রিকেটার সে যেখানে খেলুক না কেন তার স্বপ্ন থাকবে জাতীয় দলে খেলা। তবে স্বীকার করেন যে তিনি অনেকদিন ধরে দলের বাইরে আছেন তবে তিনি চান নিজের সেরাটা দিয়ে জাতীয় দলে ফিরতে।

জাতীয় দলের বাইরে থাকলেও সম্প্রতি শেষ হওয়া গ্লোবাল সুপার লিগ এবং বর্তমানে চলমান বিপিএলে দুর্দান্ত পারফরম করছে রংপুর। তাই সোহানকে প্রশ্ন করা হয় যে এখন তিনি নিজের সেরা সময়টা পার করছেন কিনা। এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, হাতে হওয়া ইনজুরির আগে ভালো অবস্থায় ছিলাম। সে সময় বাংলাদেশ টিমের হয়েও ভালো খেলছিলাম।’

সে সময়ের পর সার্জারি তাকে তিন-চার মাসের বাইরে রেখেছে সে বিষয় তিনি বলেন এবং বর্তমানে ভালো সময় পার করার পিছনে তিনি ক্রেডিট দেন তার প্রসেস ফলো করাটাকে এবং জানান তিনি চেষ্টা করছেন নিজের ভুলগুলো শুধরে আরো পরিণত খেলোয়াড় ও অধিনায়ক হওয়ার।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত