Homeদেশের গণমাধ্যমেট্রাম্পের শপথের পরদিনই ভিডিও কনফারেন্সে পুতিন-জিনপিং

ট্রাম্পের শপথের পরদিনই ভিডিও কনফারেন্সে পুতিন-জিনপিং

[ad_1]

৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার শপথের পরদিন ভিডিও কনফারেন্সে যুক্ত হয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ারি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

মঙ্গলবার ( ২১ জানুয়ারি) চীনের রাষ্ট্রীয় সংবাদমাদ্যম চিনহুয়ার বরাতে আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার বিকেলে তারা ভিডিও কনফারেন্সে যুক্ত হয়েছেন। এ সময় তারা বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।


চীনের সংবাদমাধ্যম সিসিটিভি জানিয়েছে, দুই দেশের প্রেসিডেন্ট গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছেন। তবে কি নিয়ে তারা আলোচনা করেছেন সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানায়নি।

২০২২ সালে রাশিয়ার ইউক্রেনে হামলার পর চীন নিজেকে নিরপক্ষে হিসেবে উপস্থাপনের চেষ্টা করছে। তবে দেশটির সঙ্গে মস্কোর ঘনিষ্ঠ রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। এমনকি তারা এ যুদ্ধের কখনো নিন্দা করেনি। ফলে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর কিছু সদস্য রাষ্ট্র চীনকে যুদ্ধের সহায়ক শক্তি হিসেবে বিবেচনা করে আসছে।

যুদ্ধ চলাকালে দুই দেশই নিজেদের এ সম্পর্ককে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। এমনকি পুতিনকে নিজের সেরা বন্ধু বলে উল্লেখ করেছেন জিনপিং। অন্যদিকে জিনপিংকে বিশ্বাসযোগ্য অংশীদার বলে প্রশংসা করেছেন পুতিন।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত