Homeদেশের গণমাধ্যমেজাহাজের সুকানি হত্যা মামলায় ২ আসামির যাবজ্জীবন

জাহাজের সুকানি হত্যা মামলায় ২ আসামির যাবজ্জীবন

[ad_1]


নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৪, ২১ জানুয়ারি ২০২৫  

জাহাজের সুকানি হত্যা মামলায় ২ আসামির যাবজ্জীবন


জাহাজের সুকানি সাব্বির আহম্মেদ হত্যা মামলায় তার দুই সহকর্মীকে যাবজ্জীবন ও একজনকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে নড়াইলের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. শাজাহান আলী মামলার রায় ঘোষণা করেন। পালাতক থাকায় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না।

নড়াইল আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট কাজী জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- পটুয়াখালী জেলার চামটা গ্রামের মৃত আরশাদ আলীর ছেলে ফারুক হোসেন খান ও পিরোজপুর জেলার শিয়ালকাঠি গ্রামের মৃত আমজেদ হোসেন হাওলাদারের ছেলে রফিকুল ইসলাম।

সাত বছরের কারাদণ্ড পাওয়া আসামি হলেন- ঢাকা জেলার দারুসসালাম থানার ১৮/বি প্রথম কলোনি, লালকুঠি মাজার রোডের মৃত আবু জাফর ইকবালের ছেলে সাজ্জাদ হোসেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর দুপুরে মেহেরিন সাদ নামে একটি জাহাজে করে সাব্বির আহম্মেদ তার অন্য সহকর্মীদের সঙ্গে ঢাকার উদ্দেশে রওনা দেন। নড়াইলের নড়াগাতি থানার বড়দিয়া ঘাটে অবস্থানকালে সাব্বির আহম্মেদকে তার সহকর্মীরা খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে শ্বাসরোধে হত্যা করে নদীতে ফেলে দেন। পরবর্তীতে ৩ অক্টোবর নড়াগাতি থানায় মরদেহ দেখে শনাক্ত করেন মো. মহিদুল ইসলাম। পরের দিন তিনি বাদী হয়ে নড়াগাতি থানায় হত্যা মামলা করেন।

এ ঘটনায় বিচারক ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ রায় ঘোষণা করেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় পিরোজপুর জেলার শিয়ালকাঠি গ্রামের মৃত আমজাদ হোসেন হাওলাদারের ছেলে শহিদুল ইসলামকে খালাস দেন আদালত।

ঢাকা/শরিফুল/মাসুদ



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত