Homeরাজনীতিতৃণমূলে খেলাধুলা ছড়িয়ে দেওয়ার প্রত্যয় আমিনুল হকের

তৃণমূলে খেলাধুলা ছড়িয়ে দেওয়ার প্রত্যয় আমিনুল হকের

[ad_1]

‘বিএনপি সব সময় চায় বাংলাদেশের তৃণমূল পর্যায়ে খেলাধুলা ছড়িয়ে দিতে’, বলেছেন দলটির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তিনি বলেন, ‘বাংলাদেশে কোনও রাজনৈতিক দল এই প্রথম সরাসরি কোনও খেলাধুলার আয়োজন করেছে। আমরা সব সময় চাই বাংলাদেশের তৃণমূল পর্যায়ে খেলাধুলা ছড়িয়ে দিতে।’

সোমবার (২০ জানুয়ারি) রাতে ডিআরইউ চত্বরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ‘শীতকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত ৯টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব মোস্তফা জামান ও সময়ের আলো পত্রিকার প্রকাশক ফয়সাল আর ফেরদৌস।

ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমান।

এ সময় ডিআরইউ কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি গাযী আনোয়ার, যুগ্ম সম্পাদক নাদিয়া শারমিন, অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক আবদুল হাই তুহিন, দফতর সম্পাদক রফিক রাফি, নারী বিষয়ক সম্পাদক রোজিনা রোজী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজান চৌধুরী, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মো. বোরহান উদ্দীন, সাংস্কৃতিক সম্পাদক এমদাদুল হক খান, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ ছলিম উল্লাহ (মেজবাহ), কল্যাণ সম্পাদক রফিক মৃধা, কার্যনির্বাহী সদস্য মো. জুনায়েদ হোসাইন (জুনায়েদ শিশির), আকতারুজ্জামান, আমিনুল হক ভূঁইয়া, মো. ফারুক আলম, সুমন চৌধুরী ও মো. সলিম উল্ল্যা (এস ইউ সেলিম) উপস্থিত ছিলেন।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত