Homeদেশের গণমাধ্যমেচট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক সচিবসহ চারজনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক সচিবসহ চারজনের বিরুদ্ধে মামলা

[ad_1]

পরীক্ষার ফলাফল জালিয়াতির ঘটনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক সচিব নারায়ন চন্দ্র নাথসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছে বোর্ড কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে প্রতারণাপূর্বক জালিয়াতির অভিযোগ আনা হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বোর্ডের সচিব অধ্যাপক ড. এ কে এম সামছু উদ্দিন আজাদ বাদী হয়ে পাঁচলাইশ থানায় এ মামলা দায়ের করেন।

মামলার অন্য আসামিরা হলেন সাবেক চেয়ারম্যান অধ্যাপক মুস্তফা কামরুল আকতার, সাবেক সিনিয়র সিস্টেম এনালিস্ট কিবরিয়া মাসুদ খান ও নারায়ন চন্দ্র নাথের ছেলে নক্ষত্র দেবনাথ।

জানা গেছে, ২০২৩ সালে অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নেন শিক্ষা বোর্ডের তৎকালীন সচিব ও পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক নারায়ণ চন্দ্র নাথের ছেলে নক্ষত্র দেবনাথ। এ পরীক্ষায় নক্ষত্র জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়। এ সময় নক্ষত্রের ফলাফল নিয়ে অভিযোগ উঠে। বিষয়টি থানা ও আদালত পর্যন্ত গড়ায়। ঘটনা তদন্তে শিক্ষা মন্ত্রণালয় থেকে তদন্ত কমিটি গঠন করা হয়।

নানা নাটকীয়তার পর তদন্তে ফল জালিয়াতির অভিযোগ প্রমাণ হওয়ায় গত বছরের ১৫ সেপ্টেম্বর তাকে (নারায়ন চন্দ্র নাথ) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে ফৌজদারি মামলার নির্দেশ দেয় মন্ত্রণালয়। একই সঙ্গে ছেলের ফলাফল বাতিল করে জালিয়াতিতে জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি মামলাসহ ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়। পরে সেই নির্দেশনার এক সপ্তাহের মাথায় গত ২৩ সেপ্টেম্বর বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয় নারায়ন চন্দ্র নাথকে। তারও এক মাস পর গত বছরের ২৪ অক্টোবর ছেলের ফলও বাতিল করা হয়।

পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান কালবেলাকে বলেন, এইচএসসি পরীক্ষার ফলাফল পরস্পর যোগসাজশে প্রতারণা করে জালিয়াতির অভিযোগে সাবেক সচিব ও চেয়ারম্যানসহ চারজনের নামে মামলা করেছে বোর্ড কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে এইচএসসি পরীক্ষার ফলাফল পরস্পর যোগসাজশে প্রতারণাপূর্বক জালিয়াতির অভিযোগ আনা হয়েছে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত