Homeদেশের গণমাধ্যমেরোনালদোর জোড়া গোলে আল নাসরের জয়

রোনালদোর জোড়া গোলে আল নাসরের জয়

[ad_1]

হতাশাজনক পারফরম্যান্সে বিষন্নতা স্পষ্ট হয়ে উঠছিল ক্রিস্টিয়ানো রোনালদোর চোখেমুখে। ম্যাচের আধঘণ্টা পর প্রতিপক্ষ দলকে ১০ জনের পেয়েও গোল করতে পারছিল না তার দল আল নাসর। অবশ্য ম্যাচ শেষে নিজেই নায়ক হয়ে গেলেন।

১০ জনের আল খালিজের বিপক্ষে মঙ্গলবার সৌদি প্রো লিগের ম্যাচে জোড়া গোল করেছেন রোনালদো। তাতে আল নাসরের জার্সিতে গোলে অবদান রাখার কীর্তিতে সেঞ্চুরি করলেন তিনি। ৩-১ গোলে জিতেছে পর্তুগিজ তারকার দল।

৩৪তম মিনিটে পরিষ্কার গোলের সুযোগ বক্সের বাইরে হাত দিয়ে ঠেকিয়ে লাল কার্ড দেখেন সাঈদ আল হামসাল। ভিএআরে তাকে মার্চিং অর্ডার দেন রেফারি।

এই সুযোগ লুফে নিয়ে দাপট দেখাতে পারেনি আল নাসর। এক ঘণ্টা পার হওয়ার পর স্বস্তি ফিরে পায় তারা। ৬৫ মিনিটে ওতাভিওর ব্যাক ফ্লিক থেকে বল পেয়ে জাল কাঁপান রোনালদো।

লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি আল নাসর। তাদের বক্সে আলী লাজামির হাতে বল লাগলে পেনাল্টি থেকে ৮০ মিনিটে কস্তাস ফরটুনিসের গোলে সমতা ফেরায় স্বাগতিকরা।

পরের মিনিটে ব্রোজোভিচের বানিয়ে দেওয়া বলে লিড এনে দেন সুলতান আল গানাম। ইনজুরি টাইমের অষ্টম মিনিটে হাকাকির বাড়িয়ে দেওয়া নিঃস্বার্থ পাসে খালি জালে বল ঠেলে দেন রোনালদো।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত