Homeরাজনীতিজিয়াউর রহমান প্রথম বাংলাদেশ থেকে বিদেশে শ্রমশক্তি পাঠিয়েছিলেন: আলাল

জিয়াউর রহমান প্রথম বাংলাদেশ থেকে বিদেশে শ্রমশক্তি পাঠিয়েছিলেন: আলাল

[ad_1]

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, জিয়াউর রহমান প্রথম মানুষ, যিনি বাংলাদেশ থেকে শ্রমশক্তি বিদেশে পাঠিয়েছিলেন। প্রথম ৬ হাজার শ্রমিককে প্রবাসে পাঠিয়েছিলেন তিনি। রেমিট্যান্সের শক্ত ভিত্তি শুরু হয়েছিল তার হাত দিয়ে।

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার (২৫ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের অডিটোরিয়ামে জিয়া পরিষদের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আলাল বলেন, ‘জিয়াউর রহমান ব্যক্তিগত, পারিবারিক ও সমাজ জীবনে কর্মজীবী মানুষ হিসেবে অবদান রেখেছেন। একজন মায়ের মায়া-মমতা যেমন কপি হয় না, তেমনই জিয়াউর রহমানের আদর্শও কপি হয় না।’

যুবদলের সাবেক এই সভাপতি বলেন, ‘আজ দেশ সংস্কারে উত্তাল হয়েছে। দুই বছর আগে সংস্কারের প্রস্তাব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা জাতির সামনে উত্থাপন করি। আজ যারা শিক্ষার্থী বন্ধুরা আছেন, আপনারা ভালো ভালো কাজ করে জাতিকে ঐক্যবদ্ধ করেন ঠিক আছে। কারণ সম্মিলিত শক্তিই দেশের শক্তি। সেই শক্তিকে মুরব্বিদের বিরুদ্ধে ব্যবহারের চেষ্টা করবেন না, বরং এ শক্তি দেশ গড়ার কাজে লাগান। নিজেদের নেতৃত্বকে বিকাশিত করুন ভালো হবে।’



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত