Homeপ্রবাসের খবরজাতীয় ঐক্যের বিকল্প নেই : উপদেষ্টা আসিফ

জাতীয় ঐক্যের বিকল্প নেই : উপদেষ্টা আসিফ

[ad_1]

বাংলাদেশ সরকারের যুব, ক্রীড়া, স্থানীয় সরকার ও পল্লি উন্নয়ন মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের মানুষের মনে আশার আলো সঞ্চয় করেছে। আমাদের নিজেদের ভেতর রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক প্রতিযোগিতা থাকবে কিন্তু সব আধিপত্য শক্তির বিরুদ্ধে ও সার্বভৌমত্বের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থাকবো। বাংলাদেশকে তার গৌরবোজ্জ্বল সময়ে পৌঁছে দিতে জাতীয় ঐক্যের বিকল্প নেই।

শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে সংযুক্ত আরব আমিরাতের আজমানে উইমেন্স অ্যাসোসিয়েশন হলরুমে আয়োজিত একটি সংবর্ধনা সভায় তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বাংলাদেশি কমিউনিটি কর্তৃক আয়োজিত সরকার নির্বাচিত বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের (সিআইপি) সংবর্ধনা সভায় তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনকে সক্রিয় করতে আমিরাত প্রবাসী বাংলাদেশিদের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
প্রবাসীদের সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দিয়ে তিনি জানান, ইতোমধ্যে বিমানবন্দর ও পাসপোর্ট তৈরিতে হয়রানি বন্ধ করা হয়েছে এবং প্রবাসীদের ভোটাধিকার প্রতিষ্ঠায় সরকার নিরলসভাবে কাজ করছে। রেমিটেন্স প্রবাহের জন্য আমিরাত প্রবাসীদের ধন্যবাদ জানিয়ে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান।

আয়োজক কমিটির আহ্বায়ক আলহাজ ইয়াকুব সৈনিকের সভাপতিত্বে কামরুল হাসান জিনির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি আজমান রাজ পরিবারের সদস্য শেখ মোহাম্মদ সাঈদ রাশেদ হুমাইদ আল-নুয়াইমি, নবাগত রাষ্ট্রদূত তারেক আহমেদ ও দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটে নিযুক্ত কনসাল্ট জেনারেল রাশেদুজ্জামানকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপদেষ্টার একান্ত সচিব মাহফুজুল আলম ভুঁইয়া, আয়োজনের সমন্বয়ক প্রকৌশলী সালাউদ্দীন আহমেদ, সদস্য সচিব শিবলী আল সাদিকসহ আমিরাতে অবস্থানরত কূটনীতিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, নারী উদ্যোক্তা, সাংবাদিক ও নানা পেশার প্রবাসী কমিউনিটি নেতারা।

অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা প্রবাসীদের মুগ্ধ করে। এই ধরনের অনুষ্ঠানকে ইতিবাচক হিসেবে দেখছে রেমিটেন্স যোদ্ধারা। তাদের মতে প্রবাসীরা বাংলাদেশি কমিউনিটিতে এ ধরনের সম্মান পেলে বৈধ পথে রেমিটেন্স প্রেরণে দ্বিগুণ উৎসাহ বাড়বে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত