Homeরাজনীতিএবি পার্টির কমিটি ঘোষণা

এবি পার্টির কমিটি ঘোষণা

[ad_1]

১০২ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় সম্পাদকীয় কমিটি ঘোষণা করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। মজিবুর রহমান মঞ্জুকে চেয়ারম্যান ও ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে সাধারণ সম্পাদক করে এ কমিটি ঘোষণা করা হয়।

শনিবার (২৫ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ১৯ জানুয়ারি দলের নির্বাচিত নির্বাহী পরিষদের প্রথম সভায় দলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

দলের অনুমোদিত গঠনতন্ত্র অনুযায়ী দলের চেয়ারম্যানের আগে নির্বাহী পরিষদে তিন জনকে মনোনয়ন দেন। তারা হলেন— ব্যারিস্টার নুরুল গাফ্ফার, সিদ্দিকুর রহমান ও অ্যাডভোকেট সানোয়ার হোসেন। 

এছাড়াও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার।

আগের দায়িত্বে থেকে কয়েকজনকে বর্তমান কমিটিতে রদবদল করা হয়েছে। নতুন করে ৮ জনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে ও সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়েছে আরও ৮ জনকে। যারা ৮টি বিভাগে সংগঠন তত্ত্বাবধানের দায়িত্বে থাকবেন। জুলাই গণ-অভ্যুত্থানের অঙ্গীকার বাস্তবায়নের জন্য একটি সম্পাদকীয় ও উপ-সম্পাদকীয় পদে দুইজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। এবারের কমিটিতে নারীদের অন্তর্ভুক্তি আগের চেয়ে বেড়েছে।

নতুন কমিটির বিষয়ে পার্টির চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক বলেন, প্রবীণ ও নবীনের সমন্বয়ে গঠিত কমিটি দ্রুত কাজ শুরু করবে এবং দলে ব্যাপক গতিশীলতা তৈরি হবে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত