Homeঅর্থনীতিরাজধানীতে ভ্যাট দেয় না ২৩৩০ জুয়েলারি প্রতিষ্ঠান

রাজধানীতে ভ্যাট দেয় না ২৩৩০ জুয়েলারি প্রতিষ্ঠান

[ad_1]

সরকারকে ভ্যাট দেয় না রাজধানীর ২ হাজার ৩৩০ জুয়েলারি প্রতিষ্ঠান। শুধু তাই নয়, এই প্রতিষ্ঠানগুলোর কর এবং ভ্যাট নিবন্ধনও নেই। এর ফলে এই খাত হতে বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে। এর আগে গত ২২ জানুয়ারি ঢাকা মহানগরীর কর ও ভ্যাট নিবন্ধনবিহীন ২৩৩০টি জুয়েলারি প্রতিষ্ঠানের তালিকা সরবরাহ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি।

এনবিআরের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বরাবর পাঠানো এক চিঠিতে জুয়েলার্স সমিতি বলেছে, ঢাকা মহানগরীতে কর ও ভ্যাট নিবন্ধনবিহীন অসংখ্য জুয়েলারি প্রতিষ্ঠান রয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায় সই করা চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘আমাদের ধারণা এসব জুয়েলারি প্রতিষ্ঠান সরকারের কোনও নিয়ম-নীতির তোয়াক্কা না করে জুয়েলারি ব্যবসা পরিচালনা করে আসছে। তাই বাজুস মনে করে এসব জুয়েলারি প্রতিষ্ঠানকে কর ও ভ্যাটের নিবন্ধনের আওতায় আনা হলে উল্লেখযোগ্য হারে রাজস্ব আহরণ সম্ভব।’

চিঠিতে আরও বলা হয়, এই অবস্থায় সরকারের রাজস্ব আহরণের আওতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা মহানগরীর জুয়েলারি প্রতিষ্ঠানের একটি তালিকা এতদসঙ্গে সংযুক্ত করে দেওয়া হলো।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত