Homeঅর্থনীতিটাঙ্গাইলে সিলেকশনসের শোরুম উদ্বোধন

টাঙ্গাইলে সিলেকশনসের শোরুম উদ্বোধন

[ad_1]

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আকিজবশির গ্রুপের গৃহনির্মাণসামগ্রীর ব্র্যান্ডগুলোর এম্পোরিয়াম খ্যাত ‘সিলেকশনস’-এর নতুন শোরুম টাঙ্গাইলে চালু করা হয়েছে। গতকাল রোববার এ শোরুম উদ্বোধন করা হয়।

এক ছাদের নিচে গ্রাহকদের চাহিদা অনুযায়ী আকিজবশির গ্রুপের সব গৃহনির্মাণসামগ্রী ব্র্যান্ডের পণ্যকে সমাদৃত করতে ২০২২ সালের অক্টোবরে যাত্রা শুরু হয় ‘সিলেকশনস’ ব্র্যান্ডের। ইতিমধ্যে ঢাকার বনানী, চট্টগ্রামের আগ্রাবাদ অ্যাক্সেস রোড, সিলেটের মেন্দিবাগ ও পাটানটুলা, সাভারের শিমুলতলায় ফ্ল্যাগশিপ শোরুম চালু করে সুনাম অর্জন করেছে শিল্পপ্রতিষ্ঠান। সেই ধারাবাহিকতায় এবার টাঙ্গাইলের কেয়া হল রোডে চালু হলো এই নতুন শোরুম। এই ফ্ল্যাগশিপ শোরুমে থাকছে সিরামিক টাইলস, স্যানিটারিওয়্যার, বাথওয়্যার, টেবিলওয়্যার, বোর্ড এবং ডোরের বিশাল সম্ভার।

গতকাল রোববার শোরুমের উদ্বোধন করেন চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ খোরশেদ আলম, আকিজবশির গ্রুপ, সম্মানিত বিজনেস অ্যাসোসিয়েট মো. সালাহউদ্দিন লাবলু এবং আকিজ সিরামিকসের জেনারেল ম্যানেজার, সেলস, মোহাম্মদ আশরাফুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ও আকিজবশির গ্রুপের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মোহাম্মদ খোরশেদ আলম বলেন, ‘সিলেকশনস ব্র্যান্ড এক ছাদের নিচে আকিজবশির গ্রুপের গৃহনির্মাণসামগ্রীর প্রিমিয়াম ব্র্যান্ডগুলোর পণ্য সরবরাহ করে থাকে। ক্রেতাদের সুবিধার্থে আমরা এবার টাঙ্গাইলে এই ফ্ল্যাগশিপ শোরুমটির শুভ উদ্বোধন করেছি। এখানে ক্রেতারা টাইলস, স্যানিটারিওয়্যার, ফসেট, বোর্ড এবং ডোরের সেরা পণ্যগুলো সহজেই পেয়ে যাবেন।’

‘সিলেকশনস’-এর আরও বেশ কয়েকটি শোরুম স্থাপনের মাধ্যমে আকিজবশির গ্রুপ দেশের আরও বিস্তৃত অঞ্চলে তাদের বিশ্বমানের পণ্য এবং সেবা পৌঁছে দেওয়ার আশা প্রকাশ করছে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত