Homeপ্রবাসের খবরমুম্বাইয়ে ঈদের সিনেমার শুটিং শেষে দেশে ফিরলেন শাকিব

মুম্বাইয়ে ঈদের সিনেমার শুটিং শেষে দেশে ফিরলেন শাকিব

[ad_1]

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান তার আসন্ন ঈদের ছবি ‘বরবাদ’ এর শুটিং করছিলেন মুম্বাই। 

দ্বিতীয় লটে দুই সপ্তাহে ধরে এ সিনেমার শুটিং শেষ করে আজ বুধবার বিকেলে ঢাকায় ফিরেছেন তিনি। 

শাকিব খান টেলিফোনে দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সিনেমাটি নিয়ে দর্শকদের যে প্রত্যাশা তৈরি হয়েছে আমার বিশ্বাস সেটা পূরণ হবে। এটা অনেক বিগ স্কেলের ছবি। সবমিলিয়ে ভালো কিছু পেতে যাচ্ছে দর্শক।’ 

মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমা বরবাদ। গত ডিসেম্বর মাসে সিনেমার মোশন পোস্টারটি প্রকাশের পর আলোচনার জন্ম দেয়।

শাকিব খানকে দেখা যায় নতুন লুকে বিলাসবহুল রোলস রয়েস গাড়িতে সামনে অ্যাকশন মুডে বসে আছেন, হাতে পিস্তল। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে রক্ত। 

তার আগে দেখা যায় শহরজুড়ে ধ্বংসযজ্ঞের আভাস। সবকিছু লণ্ডভণ্ড করে বেরিয়ে আসে আগুনে কুণ্ডুলি। জানিয়ে দেওয়া হয়, ২০২৫ সালের রোজার ঈদে মুক্তি পাবে ‘বরবাদ’ সিনেমাটি। 

‘বরবাদ’ সিনেমায় শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে আছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। এছাড়া একটি আইটেম গানে রয়েছেন কলকাতার আরেক নায়িকা নুসরাত জাহান। 



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত