Homeপ্রবাসের খবরডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, আক্রান্ত প্রায় ৫৭ হাজার

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, আক্রান্ত প্রায় ৫৭ হাজার

[ad_1]

রাজধানীসহ সারাদেশে ডেঙ্গুর ভয়াবহতা বেড়েছে। প্রতিদিনই এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মশাবাহী রোগটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭৭ জনে। এছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৪৮ জন। রোববার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত একদিনে ডেঙ্গুতে মারা যাওয়া ৬ জনের মধ্যে ঢাকা বিভাগে দুইজনের মৃত্যু হয়েছে। বাকি চারজনের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনে একজন করে মোট দু’জন রয়েছেন। এছাড়া রংপুর ও বরিশাল বিভাগে ডেঙ্গুতে একজন করে মোট দু’জনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (২৭৮ জন) হাসপাতালে ভর্তি হয়েছেন। পাশাপাশি এই সময়ে ঢাকা বিভাগে ডেঙ্গু নিয়ে ২৬০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে চট্টগ্রাম বিভাগে ২০৭ জন ছাড়াও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ১৬৭ জন, বরিশাল বিভাগে ১৫১ জন, খুলনা বিভাগে ১০৭ জন, ময়মনসিংহে ৫১ জন, রংপুর বিভাগে ২৩ জন এবং সিলেট বিভাগে ৪ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের প্রথম দিন থেকে ২৭ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে মোট ২৭৭ জনের মৃত্যু হয়েছে। আর এই সময়ে মশাবাহিত রোগটি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬ হাজার ৯১১ জন। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায়। ডিএসসিসিতে মশাবাহিত রোগটিতে চলতি বছর মোট ১৩৫ জনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৭ অক্টোবর পর্যন্ত ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ৪৮ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে বরিশাল বিভাগে ৩৩ জন, চট্টগ্রাম বিভাগে ২৬ জন, খুলনা বিভাগে ১৭ জন, ঢাকা বিভাগে ১২ জন, ময়মনসিংহ বিভাগে ৩ জন ছাড়াও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকা এবং রংপুর ও রাজশাহী বিভাগে একজন করে মোট তিনজন ডেঙ্গুতে মারা গেছেন।

এ ইউ/ 

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত